TRENDING:

বাবা রাজমিস্ত্রি, ছেলে বাঁকুড়ার গর্ব! ১৩ বছর বয়সেই যা করল, স্বপ্ন এখন অলিম্পিকের

Last Updated:

বাঁকুড়ার মুকুটে আরও এক নয়া পালক সংযুক্ত হল। এই জেলার মুখ উজ্জ্বল করল ১৩ বছরের কিশোর। এখন সে স্বপ্ন দেখছে অলিম্পিকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বাঁকুড়ার মুকুটে আরও এক নয়া পালক সংযুক্ত হল। এই জেলার মুখ উজ্জ্বল করল ১৩ বছরের কিশোর। এই বয়সে এক দৃষ্টান্তর স্থাপন করল বাঁকুড়ার তুফান ঘোষ। বাড়ি আসতেই কিশোরকে পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা, ফুলের মালা পরিয়ে সম্মাননা ও তাকে মিষ্টি মুখও করান হয়। কী এমন করল এই ১৩ বছরের কিশোর? তুফান ঘোষের কাজে গর্বে বুক ফুলে উঠল রাজমিস্ত্রি বাবা ও তার পরিবারের।
advertisement

বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটপুর গ্রামের সন্তান ১৩ বছর বয়সী তুফান ঘোষ আজ জেলার গর্ব। বাবা রাজমিস্ত্রির কাজ করে ছেলেকে ন্যাশনাল খেলতে পুরোপুরি সহযোগিতা করেছেন। এই তুফান ঘোষ মাত্র তিন বছর বয়স থেকে জিমন্যাস্টিক জগতে পা রাখে। শুরুটা হয়েছিল জয়রামবাটী কোতুলপুর বিবেকানন্দ যোগাস্রম থেকে, যেখানে তার প্রথম শিক্ষক ছিলেন রাখহরি ঘোষ, সৌভিক রায় ও রিম্পা মন্ডল।

advertisement

আরও পড়ুন: কলেজ না অন্য কারও! জমি নিয়ে টানাটানি, বুলডোজার চলতেই ভবিষ্যৎ অন্ধকারে ৫০ ব্যবসায়ীর, কী হবে কেউ জানে না

View More

বাঁকুড়ার এই তুফান ঘোষ তার দক্ষতা বাড়ানোর জন্য পরে উত্তরপাড়া জিমনাসিয়ামে প্রশিক্ষণ নিতে শুরু করে। কোচ মনোজ নস্কর ও অর্ক দীপ্ত মাখালের তত্ত্বাবধানে। তাদের পরামর্শ ও আশীর্বাদে তুফান অংশ নেয় অ্যাক্রোবেটিক ট্রাম্পোলাইন অ্যান্ড ট্রাম্বলিং জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ, যা অনুষ্ঠিত হয়েছিল মহারানা প্রতাপ স্পোর্টস কলেজ, রায়পুর, দেরাদুন উত্তরাখণ্ডে। সেখানে সে সাব জুনিয়র গ্রুপে ট্রাম্বলিং ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে এবং জিতে আনে সিলভার মেডেল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তুফান ঘোষের এই অসাধারণ সাফল্যে উচ্ছসিত জেলা। আর তুফান ঘোষ হয়ে উঠেছে জয়রামবাটীর নতুন গর্ব। এদিন তুফান বাড়ি আসতেই তার পরিবার সহ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরা এছাড়াও জিমন্যাস্টিক প্রশিক্ষকরাও তাকে পুষ্প স্তবক দিয়ে ও ফুলের মালা জানিয়ে সম্বর্ধনা জানায় এছাড়াও তাকে ভালোবেসে মিষ্টি খাওয়ান হয় এই দিন। সকলেই খুবই আনন্দিত এবং গর্বিত এই তুফান ঘোষকে নিয়ে। ভবিষ্যতে সে ইন্টারন্যাশনাল খেলতে চায় ও সেখান থেকে অলিম্পিকেও যেতে চায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা রাজমিস্ত্রি, ছেলে বাঁকুড়ার গর্ব! ১৩ বছর বয়সেই যা করল, স্বপ্ন এখন অলিম্পিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল