বাঁকুড়া জেলা মক টেস্ট কমিটি গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ক্লাসে মক টেস্ট চলছে। উৎসবের মরশুমেই বাঁকুড়ার ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়তে তুমুল পড়াশোনা করছে, পাশে রয়েছে এই সংস্থা। ১৬৪ জন শিক্ষক-শিক্ষিকাকে এক ছাদের তলায় নিয়ে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষার ভয় সম্পূর্ণরূপে কাটিয়ে তুলতে সাহায্য করছে তাঁরা।
advertisement
গত বছর এই কমিটি আয়োজিত পরীক্ষায় যারা বসেছিলেন, তাঁদের মধ্যে চারজন রাজ্য মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে ছিলেন। দুইজন সপ্তম, একজন অষ্টম এবং একজন দশম হয়েছিলেন। ৬৭৫ থেকে ৬৮৫ নম্বরের মধ্যে আটজন পড়ুয়া ছিলেন। উচ্চমাধ্যমিকে গত বছর কেউ মেধা তালিকায় আসতে না পারলেও প্রত্যেকেই ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা মক টেস্ট কমিটির সভাপতি তুষার কান্তি লাই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের হেডমাস্টারের দেওয়া চিঠির মাধ্যমে দুঃস্থ মেধাবী পড়ুয়ারা সরাসরি এই কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ভয় কাটিয়ে ফেলতে পারেন। ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে আরও এক দফায় মক টেস্ট শুরু হবে। তার আগে পুজো কাটিয়ে পড়াশোনায় ডুবতে চায় বাঁকুড়া জেলার শিক্ষার্থীরা।