TRENDING:

রাজ্য সড়কে মুখোমুখি ২ পিকআপ ভ্যান! ভয়ঙ্কর দুর্ঘটনা, কী হল শেষমেশ

Last Updated:

ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি দুটি পিকআপ ভ্যান। পণ্য বোঝাই ওই দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি দুটি পিকআপ ভ্যান। পণ্য বোঝাই ওই দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন কীভাবে ঘটল দুর্ঘটনা?
খাতড়া মহকুমা হাসপাতাল
খাতড়া মহকুমা হাসপাতাল
advertisement

দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর এমন দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া সিমলাপাল রাজ্য সড়কে। শনিবার রাতে দুটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে ওই দুই পিকআপ ভ্যানের চালকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

আরও পড়ুন: লোভে পাপ, পাপে…! টোটো কিনতে সন্তান বিক্রি? ফের একই চাল চালতেই যা হল দম্পতির

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারানোর পরিপ্রেক্ষিতেই ওই দুটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটে পাঁপড়া ব্রিজের কাছে থাকা পাওয়ার হাউস এলাকায়। দুর্ঘটনাগ্রস্থ দুটি পিকআপ ভ্যানের একটি সিমলাপালের দিকে যাচ্ছিল, অন্যদিকে আরেকটি উল্টো দিক থেকে আসছিল। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এবং যার ফলে দুই গাড়িচালকই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

advertisement

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় এক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু, আজ মেগা হিট, ‘এই’ বিজনেস আইডিয়া ভাগ্য বদলে দিল বর্ধমানের যুবতীর

সেরা ভিডিও

আরও দেখুন
বাবা সবজি বিক্রেতা, মেয়ে মালদহের গর্ব! মাত্র ৯ বছরেই অসামান্য কৃতিত্ব অর্জন সেঁজুতির
আরও দেখুন

দুর্ঘটনার পর খাতড়া সিমলাপাল রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ এবং দুটি পিকআপ ভ্যানকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের তরফে এই দুর্ঘটনার কারণ হিসাবে গাড়িগুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্য সড়কে মুখোমুখি ২ পিকআপ ভ্যান! ভয়ঙ্কর দুর্ঘটনা, কী হল শেষমেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল