বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর জঙ্গল অত্যন্ত ঘন। এই জঙ্গলের ভিতরে কোথায় কী হচ্ছে তার ওপর নজরদারি চালায় বন বিভাগ। রাতের অন্ধকার হোক কিংবা দিনের আলো, সবসময় চলতে থাকে নজরদারি।সেই জঙ্গল থেকে শাল কাঠ পাচারের চেষ্টা রুখে দিল বন দফতর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জয়পুর বনরেঞ্জের গোপিনাথপুর এলাকায় রাতে অভিযান চালায় বন কর্মীরা। শাল কাঠ বোঝাই একটি ছয় চাকার লরি আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে জয়পুর ও কোতুলপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করলেন নীতীশ কুমার! সেজে উঠছে পটনা, শপথগ্রহণে বড় চমকের লক্ষ্য
বন দফতর সূত্রে জানা গেছে, লরিতে থাকা শাল কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা। কাঠ পরিবহনের কোনও বৈধ নথি চালকের কাছে পাওয়া যায়নি। ফলে এটিকে কাঠ পাচারের চেষ্টাই বলে মনে করা হচ্ছে। লরি সহ কাঠ নিজেদের দখলে নেয় বনবিভাগ। তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় কোনও বড় চক্র রয়েছে কিনা।
কাঠ কোন জায়গা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। বন দফতরের এক আধিকারিক বলেন, সময়মত তথ্য পাওয়ায় বড়সড় পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। তবে নজরদারির ঘাটতি নিয়ে বিশেষজ্ঞ মহলে আবারও প্রশ্ন উঠেছে। যদিও জঙ্গল প্রেমীরা কিছুটা আশ্বস্ত হয়েছেন। বন বিভাগের তৎপরতা তুষ্ট করেছে তাদের।






