পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার স্বনামধন্য এক চিকিৎসক সহ জেলার বিভিন্ন ক্ষেত্রের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, কবি ও লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় কবিদের উপস্থিতি ও আলোচনায় সমৃদ্ধ হয়ে ওঠে গোটা পরিবেশ।
advertisement
গ্রাফোলজি বিষয়টি সাধারণত পশ্চিমবঙ্গে খুব একটা চর্চিত নয়। সেই দিক থেকে ‘শিল্পী ডট কম’ পত্রিকাটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলেই মনে করছেন সাহিত্য ও গবেষণা মহলের একাংশ। সম্পাদক শ্রীমহাদেব জানান, এই পত্রিকার মূল উদ্দেশ্য কবিদের লেখালেখির নোটপ্যাড ও নোটবুকের আড়ালে লুকিয়ে থাকা মানসিক গঠন, চিন্তাধারা ও সৃজনশীলতার ছাপকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা।
তিনি বলেন, “কবিদের নোটপ্যাড থেকে নোটবুকে ফেরানোর এই তাগিদ থেকেই এই চর্চা হয়ে চলেছে। সারা পৃথিবীতে গ্রাফোলজিকে আজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই পত্রিকায় ৪৭ জন কবির কবিতা স্থান পেয়েছে। আগামীতেও এই চর্চা জারি থাকবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পত্রিকাটিতে কবিতা, গবেষণামূলক লেখা ও গ্রাফোলজি বিষয়ক বিশ্লেষণ একত্রে স্থান পেয়েছে, যা লিটল ম্যাগাজিনের জগতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত অনেকের। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিকরা এই ধরনের নতুন ভাবনার পত্রিকাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণা ও নিয়মিত প্রকাশের আশা ব্যক্ত করেন। সব মিলিয়ে, বাঁকুড়া বইমেলায় ‘শিল্পী ডট কম’-এর প্রকাশ সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবেই চিহ্নিত হয়ে রইল।





