Jatra Utsav: ৮ দিন ধরে রোজ সন্ধ্যায় নতুন নতুন যাত্রা! বেলদায় শুরু হয়ে গেল যাত্রা উৎসব, প্রথম দিন থেকেই থিকথিকে ভিড়
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Jatra Utsav: বর্তমানে ইন্টারনেট, ওটিটি ও শর্ট ফিল্মের যুগে হারিয়ে যেতে বসেছে যাত্রা। তবে এবার যেন যাত্রার নতুন 'যাত্রা' শুরু হল।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ গ্রামবাংলার মানুষের কথা, মানুষের আবেগ, মানুষের প্রতিদিনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে তৈরি হত সংলাপ। এক-একটি দৃশ্যে অভিনয় করা হত এক-একটি ছোট ঘটনা। একসময় গ্রামীণ লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ এবং মানুষের বিনোদনের একমাত্র পথ ছিল যাত্রা। তবে কালের বিবর্তনে ইন্টারনেটের উন্নতিতে হারিয়ে গিয়েছে গ্রামীণ এই লোকশিল্প। বর্তমান যুব প্রজন্ম জানেনই না যাত্রা কেমন! এককালে এই যাত্রা শুধুমাত্র মানুষজনের বিনোদন নয়, বরং বিভিন্ন ঘটনাবলী ও ঘটনাপ্রবাহ মানুষের মনে দাগ কেটেছে। এবার সভ্যতার উন্নতিতে হারিয়ে যাওয়া এই লোকসংস্কৃতিকে ধরে রাখতে জঙ্গলমহলে বিশেষ উদ্যোগ।
এককালে মেদিনীপুর এই যাত্রা শিল্পকে বহমান রেখেছিল। মেদিনীপুর থেকে বহু প্রতিভাবান যাত্রাশিল্পী তৈরি হয়েছে। এককালে সারা রাজ্যজুড়ে মেদিনীপুরের নাম ডাকছিল। তবে মানুষজনের মধ্যে বিনোদন ফিরিয়ে দিতে এবং প্রাচীন এই লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে জঙ্গলমহল মেদিনীপুরে আট দিন ব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার থেকে টানা ৮ দিন ধরে এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা থেকে থাকছে এক-একটি যাত্রাপালা।
advertisement
আরও পড়ুনঃ শুরু হয়ে গেল ‘ফুটবলের মহাযুদ্ধ’! খেলা দেখে সঠিক উত্তর দিতে পারলেই পুরস্কার, মেদিনীপুরে ৭ দিনের জমাটি আয়োজন
বর্তমানে ইন্টারনেট, ওটিটি ও শর্ট ফিল্মের যুগে হারিয়ে যেতে বসেছে যাত্রা। তবে এবার যেন যাত্রার নতুন ‘যাত্রা’ শুরু হল। পশ্চিম মেদিনীপুর যাত্রা সংসদের ব্যবস্থাপনায় বেলদায় আট দিন ধরে এই যাত্রা উৎসব চলবে। সেখানে আট দিন ধরে একেকটি যাত্রা পরিবেশন করবে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক যাত্রা দল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত মেদিনীপুরকে সবার সামনে তুলে ধরতে, মেদিনীপুরের যাত্রা দলকে আরও নতুন করে দিশা দেখাতে এমন অভিনব আয়োজন। প্রথম দিনই জমজমাট ছিল প্রাঙ্গণ। ঠান্ডাকে উপেক্ষা করে প্রাচীন এই লোকসংস্কৃতি উপভোগ করতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 05, 2026 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jatra Utsav: ৮ দিন ধরে রোজ সন্ধ্যায় নতুন নতুন যাত্রা! বেলদায় শুরু হয়ে গেল যাত্রা উৎসব, প্রথম দিন থেকেই থিকথিকে ভিড়








