একটি গণতান্ত্রিক দেশের সবথেকে বড় মৌলিক অধিকার হল ভোট দেওয়ার অধিকার। প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম। ভোটদাতাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতনতার অভাব বারবার ধরা পড়ে। সামান্য ভুল ভ্রান্তি হলেই অনিচ্ছাকৃতভাবে ভোট চলে যায় অন্য দলে। কিন্তু কীভাবে সমাধান করা যায় এই সমস্যার। বাঁকুড়া জেলার সবচেয়ে প্রাচীন পৌরসভা সোনামুখীরবি জে হাই স্কুলের প্রায় ২০০ জন ছাত্র মিলে সেই দায়িত্বভার গ্রহণ করে।
advertisement
আরও পড়ুন: ‘একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে…’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার! জেনে রাখুন…
ইলেকশন কমিশনের পরিচালনায় ভোটারদের সচেতন এবং নতুন ভোটারদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ছাত্রদের নিয়ে মিছিল বের হয়। ছাত্ররা মিছিল করে শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে। পাশাপাশি, পথ চলতি মানুষকে ভোট দান সম্পর্কে সচেতন করে। হাতে তাদের ছিল বিভিন্ন রকমের পোস্টার।
আরও পড়ুন: জলপাইগুড়ি শহর থেকে ‘ভ্যানিশ’ আস্ত একটা নদী! ঘটনা শুনলে তাজ্জব হয়ে যাবেন
অংশগ্রহণকারী ছাত্রদের একাংশ মনে করে, ভোটের মতশক্তিশালী অধিকার খুব সচেতনতার সঙ্গে ব্যবহার করা উচিত। ভোট দেওয়ার ক্ষমতা পাওয়া সত্বেও বহু মানুষ এগিয়ে আসেন না ভোট দিতে সচেতনতার অভাবে। তাদেরকেই উজ্জীবিত করতে এই উদ্যোগ।
— নীলাঞ্জন ব্যানার্জী