এই গ্রন্থের রচয়িতা প্রান্তিক পাত্র, বাঁকুড়া জেলার জামজুড়ি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মগরা উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক। দীর্ঘ উনিশ বছর ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন তিনি। তাঁর শিক্ষাদানের হাত ধরে গড়ে ওঠা বহু ছাত্রছাত্রী আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে।

আরও পড়ুনঃ হাতের নাগালেই ঘুরে বেড়াচ্ছে ময়ূর! শীতে ঘুরে আসুন ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে, জমে যাবে ট্রিপ

advertisement

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও সমানভাবে সক্রিয় প্রান্তিক পাত্র। কবিতা ও গল্প লেখা তাঁর অন্যতম শখ। বিষ্ণুপুর ঐক্যতানের উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের সারা বাংলা স্বরচিত কবিতা প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে তাঁর সাহিত্য প্রতিভার স্বীকৃতি মিলেছে। এছাড়াও তিনি একজন দক্ষ অঙ্কনশিল্পী এবং বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত।

View More

‘কবিতার ছলে ভূগোল শিক্ষা’ গ্রন্থে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ভূগোলের বিষয়গুলি কবিতার আকারে ছন্দবদ্ধ ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রতিটি কবিতায় বিষয়ের ধারাবাহিক বিন্যাস থাকায় ছাত্রছাত্রীরা খুব সহজেই পাঠ্যবিষয় মনে রাখতে পারবে। ফলে মুখস্থনির্ভর পড়াশোনার বদলে গড়ে উঠবে ধারণাভিত্তিক শিক্ষা। লেখকের কথায়, কবিতার সঙ্গে ভূগোলের এই মেলবন্ধনের মাধ্যমে পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের ভীতি দূর করাই তাঁর মূল লক্ষ্য।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শুধু বিদ্যালয় স্তরের পড়াশোনাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই গ্রন্থ বিশেষভাবে সহায়ক হবে বলে তিনি আশাবাদী। শিক্ষা ও সাহিত্যের এই সুন্দর সংযোগ বাঁকুড়ার মাটি থেকেই যে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিতে পারে, তা আবারও প্রমাণ করল এই উদ্যোগ। শিক্ষামহলের মতে, কবিতার ছন্দে বিষয়ভিত্তিক শিক্ষা ভবিষ্যতের পাঠদানে এক নতুন পথ দেখাবে।

advertisement