ইন্দ্রনীলের এই শিল্পকর্মের বিশেষত্ব শুধু বিষয়বস্তুতে নয়, তার সূক্ষ্মতা ও ধৈর্যের পরীক্ষাতেও। ছোট্ট বোতলের মুখ দিয়ে একফোঁটা একফোঁটা করে মাটি ঢুকিয়ে, বিশেষ যন্ত্র ও নিজস্ব কৌশলে ধাপে ধাপে তৈরি হয়েছে এই ক্রিসমাস থিমের শিল্প। বোতলের ভেতরে আলো-ছায়ার ভারসাম্য, অবয়বের সূক্ষ্ম রেখা এবং চরিত্রগুলির আবেগ- সব মিলিয়ে যেন এক টুকরো উৎসব বন্দি হয়ে রয়েছে কাচের ভেতর।
advertisement
আরও পড়ুন: পুকুরে উপচে পড়বে মাছ, শুধু শিখে নিন এই ছোট্ট টেকনিক! সফল চাষের গোপন ফর্মুলা ফাঁস করলেন অভিজ্ঞরা
এর আগেও ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বোতলবন্দি শিল্পে চমক দেখিয়েছেন। ক্ষুদ্র বোতলের ভেতর বিরাট কোহলি, মা দুর্গা ও মা কালীর প্রতিকৃতি তৈরি করে তিনি ইতিমধ্যেই রাজ্যজুড়ে পরিচিতি পেয়েছেন। তবে বড়দিনের আগে যীশুখ্রীষ্ট ও স্যান্টাক্লজকে একসঙ্গে বোতলবন্দি করে তোলা তাঁর শিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন শিল্পপ্রেমীরা। ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের কথায়, “এই ধরনের সৃষ্টি খুবই মৌলিক। আজকের ব্যস্ত ও মানসিক চাপে ভরা জীবনে এমন ছোট্ট শিল্প মানুষের মন ভাল করে দিতে পারে। আমি চাই, আমার কাজ দেখে মানুষ কয়েক মুহূর্তের জন্য হলেও হাসুক, ভাবুক।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁর মতে, মাইক্রো আর্ট শুধু চোখের শিল্প নয়, ধৈর্য, কল্পনা ও আবেগেরও প্রকাশ। ডিজিটাল মাধ্যমে ইন্দ্রনীলের এই বোতলবন্দি ক্রিসমাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও দেখে প্রশংসা করছেন বহু মানুষ। কেউ বলছেন “অবিশ্বাস্য”, কেউ আবার একে “বোতলের ভেতর বন্দি উৎসব” বলেও আখ্যা দিচ্ছেন। সবমিলিয়ে, বড়দিনের প্রাক্কালে বাঁকুড়ার মাটিতে জন্ম নেওয়া এই অনন্য শিল্প শুধু চোখে দেখার আনন্দই দিচ্ছে না, বরং শিল্পের নতুন ভাষায় মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে নিখুঁতভাবে।





