Basirhat Aquaculture Tips: পুকুরে উপচে পড়বে মাছ, শুধু শিখে নিন এই ছোট্ট টেকনিক! সফল চাষের গোপন ফর্মুলা ফাঁস করলেন অভিজ্ঞরা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Basirhat Aquaculture Tips: সঠিকভাবে মাটি ও জলকর প্রস্তুত করা না হলে ভাল ফলন পাওয়া সম্ভব নয়। মাছ চাষিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞরা।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শীতের শেষে জল শুকিয়ে নতুন চাষের প্রস্তুতি। বসিরহাটে মাছ চাষে সাফল্যের চাবিকাঠি মাটি ও জলকর প্রস্তুত। শীতকালীন মরশুমে মাছ চাষের জমি থেকে সম্পূর্ণ জল শুকিয়ে মাছ ধরে নেওয়ার পর নতুন বছরের চাষের প্রস্তুতি শুরু হয়। এই সময়টিই মাছ চাষিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মৎস্যচাষিরা। সঠিকভাবে মাটি ও জলকর প্রস্তুত করা না হলে ভাল ফলন পাওয়া সম্ভব নয়।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে দীর্ঘদিন ধরেই সাদা মাছ ও চিংড়ি চাষ হয়ে আসছে। ভেটকি, ভাঙন, তেলাপিয়া, রুই, কাতলা মাছের পাশাপাশি বাগদা চিংড়ি চাষে এই অঞ্চল বিশেষভাবে পরিচিত। এখানকার বহু পরিবার জীবিকা নির্বাহ করেন মাছ চাষের ওপর নির্ভর করে। দীর্ঘদিনের অভিজ্ঞ মৎস্যচাষি আনারুল ইসলাম মন্ডল জানান, মাছ ধরার পর জমির তলায় জমে থাকা কাদা ও আবর্জনা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। জল শুকিয়ে নেওয়ার পরে জমির মাটি ভালভাবে রোদে শুকাতে দিতে হয়, যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও রোগজীবাণু নষ্ট হয়।
advertisement
আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢেকেছিল গোটা রাস্তা, সামনে কী অপেক্ষা করছিল বুঝতেই পারেনি দুই যুবক! মুহূর্তে বদলে গেল সব
advertisement
তিনি আরও বলেন, মাটি শুকনো করার পর প্রয়োজন অনুযায়ী চুন প্রয়োগ করতে হয়। এতে মাটির অম্লতা কমে এবং জল পরিষ্কার থাকে। বিশেষ করে বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর জমিতে নতুন জল ঢোকানোর আগে জলকর বা খাল-বিল পরিষ্কার করে নেওয়া দরকার। নতুন জল সেচের পর নির্দিষ্ট সময় জল স্থির রেখে তার গুণমান পরীক্ষা করা হয়। জল যদি সঠিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে মাছ ছাড়ার পর রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই অনেক চাষি এখন আগেভাগেই জৈব সার ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে জল প্রস্তুত করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৎস্যচাষি আনারুল ইসলাম মন্ডলের মতে, “মাছ চাষে লাভ করতে হলে শুধু মাছ ছাড়লেই হবে না, আগে জমি ও জলকে সুস্থ করতে হবে। তাহলেই সাদা মাছ হোক বা বাগদা চিংড়ি, সব ক্ষেত্রেই ভাল ফলন পাওয়া সম্ভব।”
advertisement
সঠিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি ও জল প্রস্তুত করায় বসিরহাট মহকুমার মাছ চাষিরা প্রতি বছর ভাল উৎপাদনের দিকে এগিয়ে চলেছেন। নতুন বছরের শুরুতেই তাই চাষের মাঠে ব্যস্ততা চোখে পড়ছে সর্বত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 23, 2025 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basirhat Aquaculture Tips: পুকুরে উপচে পড়বে মাছ, শুধু শিখে নিন এই ছোট্ট টেকনিক! সফল চাষের গোপন ফর্মুলা ফাঁস করলেন অভিজ্ঞরা









