স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও গরু ও ছাগল চড়াতে মাঠে গিয়েছিলেন তারাপদবাবু। দুপুরে আচমকা প্রবল বৃষ্টি শুরু হয়। খোলা আকাশের নীচে মাঠের মাঝখানে হয় বজ্রপাত। সেই সময় বজ্রাঘাতে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও গ্রামে নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে যান গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিমাই মাজী, কৃষি কর্মাধ্যক্ষ পল্লব পাণ্ডে-সহ অন্যান্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিমাই মাজী জানান, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসি। পরিবারটির প্রতি সমবেদনা জানাই। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে।” এদিনের ঘটনায় গোটা গোপীনাথপুর গ্রামই শোকস্তব্ধ।