TRENDING:

Bankura news: ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কাছে মাথা নোয়াননি, নিরন্তর লড়াই করে চলেছেন বাঁকুড়ার জয়দেব

Last Updated:

বাঁকুড়ার এই দোকানের দোকানী বিশেষভাবে সক্ষম। তিনি উঠে দাঁড়াতে পারেন না, পারেন না বসতে। শুয়ে থাকেন দিনভর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া:দূর থেকে দেখা যায়, রাস্তার ধারে ছোট্ট দোকান, ঝুলছে কিছু প্যাকেট, তাকে সাজানো কয়কটা বয়াম। যাদের যা দরকার তা কিনে নিয়ে যাচ্ছেন, দিচ্ছেন জিনিসের দামও, কিন্তু দেখা যাচ্ছে না দোকানীকে।
advertisement

বাঁকুড়ার এই দোকানের দোকানী বিশেষভাবে সক্ষম। তিনি উঠে দাঁড়াতে পারেন না, পারেন না বসতে। শুয়ে থাকেন দিনভর। কিন্তু দুটো টাকা রোজগারের জন্য দোকান খুলতে হয়। বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত এলাকার মদনপুর গ্রাম দিয়ে যাচ্ছে বড়জোড়া সোনামুখীর রাস্তা। সেই রাস্তার পাশে দেখতে পাবেন একটা ছোট্ট দোকানে বিভিন্ন রকমের প্যাকেট ঝুলছে এবং সারি সারি বয়ামে রাখা চকোলেট, বিস্কুট। সেখানেই শুয়ে রয়েছেন বছর চল্লিশের বিশেষভাবে সক্ষম জয়দেব কর্মকার।

advertisement

জন্ম থেকেই বসতে পারেন না, হাঁটাচলাও করতে পারেন না জয়দেব। ওই ছোট্ট কুঁড়েঘরে বাবা হারু কর্মকার ও বিশেষভাবে সক্ষম জয়দেব কর্মকারের বাস। যেভাবে দু’মুঠো অন্ন জোগাতে শারীরিক প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে লড়াই করে চলেছেন জয়দেব, তা সত্যিই অনুপ্রেরণা জোগায়।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura news: ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কাছে মাথা নোয়াননি, নিরন্তর লড়াই করে চলেছেন বাঁকুড়ার জয়দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল