আগুনের ফুলকি সহ ধোঁয়া বেরোতে দেখা যায়। যা দেখে সেই সময় হাসপাতালে থাকা রোগীর পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই আগুন লাগে। যে কারণে পাশেই থাকা সুপার স্পেশালিটি বিল্ডিং রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খবর পেয়ে দ্রুততার সঙ্গে ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুন: পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! নিম্নচাপকে তুড়ি মেড়ে শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ
বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কিন্তু আগুন সময়মতো নজরে না এলে বড় বিপদ হতে পারত বলে আশঙ্কা করছেন অনেকে। তাই রোগীর পরিজনদের তৎপরতা এবং দমকল কর্মীদের প্রশংসা করেছেন সবাই। রবিবার ভোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে মেডিক্যাল কলেজ রক্ষা পেল বলেই দাবি কর্তৃপক্ষের।
উল্লেখ্য, আপাতকালীন পরিস্থিতিতে লোডশেডিং হয়ে গেলে এই ইউপিএস রুম থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হয় মেডিক্যাল কলেজে। সেই রুমের ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। তবে ইলেকট্রিকের মেইন লাইন অক্ষত থাকায় পরিষেবা স্বাভাবিক রয়েছে। অন্যদিকে ঠিক সময় আগুন লাগার ঘটনা জানতে পারায় আগুন ছড়িয়ে পড়েনি। ফলে বরাতজোরে রক্ষা পেয়েছেন সবাই।
