ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ এলাকার জামাইপাড়ায়। স্থানীয় সূত্রে খবর,ওই এলাকার বাসিন্দা তাপস দাস ও কল্যাণী চক্রবর্তীর পরিবারের লোকজন কেউ-ই বাড়িতে ছিলেন না। দুটি পরিবারই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বাইরে। পরিবারের একজন ভোর রাতে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। বাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকা ও বেশ কিছু সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে।
advertisement
অন্যদিকে কল্যানী চক্রবর্তীও সপরিবারে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। সেই সুযোগে তাঁর বাড়ির তালা ভেঙে নগদ টাকা-সহ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। স্থানীয়দের দাবি, পাশেই বিডিআর রেল লাইন, ওই রেললাইনের ধারেই রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের আড্ডা বসে। সেকারণেই এলাকায় চুরি বাড়ছে।, পুলিশি নজরদারি আরও কড়া করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত।