বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার তরফ থেকে ছাতনার কমলপুরের বাসিন্দা সুপ্রভাত রক্ষিতকে তার সাইবার প্রতারণায় খোয়া যাওয়া ৪,৯০,০০০/- টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে পুলিশের তরফে। গত মাসে একটি অজানা ফোন নম্বর থেকে নিজেকে অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে তাকে কেউ ফোন করে, এরপর KYC আপগ্রেডেশনের নাম করে তাকে একটি ওটিপি শেয়ার করতে বলা হয়। ওটিপি শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট চারটি অননুমোদিত লেনদেনের বার্তা আসে।
advertisement
আরও পড়ুন: খরচ কম, পদ্ধতিও সহজ! কৃষিক্ষেত্রে দুর্দান্ত রোজগার এনে দিতে পারে ৩ ফসল, ঘরে ঘরে চাহিদাও ব্যাপক
এরপর তিনি দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এ অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে বাঁকুড়ার সাইবার ক্রাইম থানায় একটি মামলাও রুজু হয়। মামলাটির বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। হাতে টাকা পেয়ে সুপ্রভাত রক্ষিত বলেন, “প্রায় ১৩ লক্ষ টাকা আমার খোয়া গেছে। দ্রুত বাঁকুড়া সাইবার থানায় অভিযোগ জানিয়েছিলাম। হাতে পেলাম প্রায় ৪ লক্ষ ৯০ হাজার টাকা। সাইবার থানার প্রচেষ্টায় আমার টাকা ফিরে পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের তরফ থেকেও করা হয়েছে সাধারণ মানুষকে সচেতন, জানান হয়েছে, “এই বিষয়ে সকল নাগরিককে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে, কোনও অজানা ব্যক্তিকে কখনও OTP, ব্যাঙ্কের তথ্য বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কোনও সন্দেহজনক আর্থিক লেনদেন বা অনলাইন প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত NCRP পোর্টালে (www.cybercrime.gov.in) রিপোর্ট করুন বা সহায়তার জন্য ১৯৩০ সাইবার হেল্পলাইনে কল করুন।”






