গতকালই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে যে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা এবং উজ্জ্বলা গ্যাসের দাম ৪০০ টাকা কমেছে। এই খবর প্রচার করতেই পুজোর আগেই ঢাক হাতে দেখা গেল শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে।
আরও পড়ুন: ‘লিপস এন্ড বাউন্ডসে তল্লাশির সব তথ্য সামনে আনা হোক!’ তোলপাড় ফেলে দিলেন খোদ অভিষেক
advertisement
এদিন রীতিমত বাঁকুড়া দু নম্বর ব্লকের বদড়া গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে গ্যাসের দান কমানোর প্রচার বাণী চালালেন তিনি।
আরও পড়ুন: দিঘার হোটেলে ছোট-ছোট ছেলেদের সঙ্গে…ক্যারাটে প্রশিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! তোলপাড়
শুধু তাই নয় এখনও পর্যন্ত যারা গ্যাসের কানেকশন পায়নি তাদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট লোককে এই লাইন যাতে দিতে হয় তারও তারও নির্দেশ দিলেন। এছাড়া জানা গেছে ৭৫ লক্ষটি বিনামূল্যে গ্যাসের কানেকশন লাগানো হবে, অর্থাৎ প্রতিটি ব্লকে প্রায় ৮০০টি বিনামূল্যে গ্যাসের কানেকশন বসবে এমনটাই জানান মন্ত্রী সুভাষ সরকার।
—– নীলাঞ্জন ব্যানার্জী