বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক ভালই জনবহুল। দিনের বেলা মানুষের ভিড় থাকে তবে রাতের বেলা ফাঁকা। যাতায়াত করে ভারি পণ্যবাহী গাড়ি। হঠাৎ করে চারিদিক আলোকিত হয়ে গেল। তা লক্ষ্য করেন দু’একজন মানুষ। তারপর বিষয়টি স্পষ্ট হয়, হঠাৎ আগুন লাগল একটি চলন্ত ডাম্পারে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ রাইপুর-মটগোদা রাস্তার মধ্যবর্তী এলাকায় রাইপুরের বেঘুয়াশোল পেট্রোল পাম্পের কাছে।
advertisement
আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী
মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ মুঠোফোন বের করে ভিডিও করতে শুরু করেন। এর মধ্যেই খবর পৌঁছে যায় দমকলের কাছে। রাত গড়াতে শুরু করে। প্রত্যক্ষদর্শী এক দোকানের মালিক দেবুনাথ মোদক জানান, ‘১১টা নাগাদ সাইকেল নিয়ে যাচ্ছিলাম। চারিদিকে আলো দেখে অবাক হয়ে যাই। আশেপাশের তাপমাত্রাও বেড়ে গিয়েছিল। ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকলের ইঞ্জিন। বড় বিপদ থেকে বাঁচলাম’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় কোন বিপদ হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, ডাম্পারটি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। হঠাৎই ইঞ্জিনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাইপুর থানার পুলিশ এবং দমকল বিভাগ। দমকলের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।






