শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। এই ছবিটাই দেখা যায় বাঁকুড়াতেও। শুধুমাত্র শিবের প্রতি বিশ্বাস আর ভক্তির জোরেই শিশু থেকে বৃদ্ধ এমনকি কিশোর কিশোরী থেকে প্রৌঢ়া, প্রত্যেকেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পৌঁছে যান বাবা ভোলেনাথের মন্দিরে।
advertisement
সেই ভক্তদের মধ্যে একজন হলেন মহাদেব গোস্বামী। তবে হেঁটে নয়, দণ্ডি কেটে কেটে ৩৫ কিলোমিটার যাত্রা সম্পন্ন করবেন তিনি। মহাদেব গোস্বামী জানান, “আমার দেওয়ার কিছু নেই, না আছে টাকা-পয়সা, না আছে দৈহিক জোর। ভগবানের কাছে প্রার্থনা করাই আমার একমাত্র উপায়। আমি চাই সমস্ত যুদ্ধ বন্ধ হোক! শান্তি ফিরুক পৃথিবীতে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্রাবণ মাসের অর্থ হল বাবা মহেশ্বরের মাস। এই মাসে অন্তর থেকে বাবাকে ডাকলে, সব রকম মনোবাঞ্চা পূর্ণ করেন মহাদেব, এমনটাই মনে করেন ভক্তেরা। সেই বিশ্বাসের ধারা বজায় রেখে, প্রতিবছরের মত এই বছরও ভরা শ্রাবণ মাসে বৃষ্টিকে উপেক্ষা করে পায়ে হেঁটে ভক্তদের ভিড় চোখে পড়বে গোটা বাঁকুড়া জেলায়। তবে এই ভিড়েই যদি দেখতে পান একজন মানুষ বুকে ভর দিয়ে এগিয়ে চলেছেন তাহলে বুঝবেন শান্তির দূত মহাদেব গোস্বামী তিনি।
নীলাঞ্জন ব্যানার্জী