TRENDING:

Bankura News: বাড়িতে তালা দেওয়া? রাত হলেই 'চিচিং ফাঁক', বাড়ির সব সাবাড়, বাঁকুড়ায় পুলিশের জালে একের পর এক ডাকাতির মূল চক্র

Last Updated:

কখন অন্ধকার হচ্ছে, কার বাড়িতে তালা দেওয়া, কখন এলাকা নিঝুম হচ্ছে... সেই সব খোঁজ রাখছে ওরা! রাত হলেই সব সাবাড়! সকাল হলেই মাথায় হাত গৃহস্থের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া: কখন অন্ধকার হচ্ছে, কার বাড়িতে তালা দেওয়া, কখন এলাকা নিঝুম হচ্ছে… সেই সব খোঁজ রাখছে ওরা! রাত হলেই সব সাবাড়! সকাল হলেই মাথায় হাত গৃহস্থের। পরপর পাঁচটি ঘটনার অভিযোগ পেয়ে গুটি সাজায় বাঁকুড়া জেলা পুলিশ। নাটকীয়ভাবে পুলিশের জালে প্রধান চক্র। কোথায় ঘটল এরকম ঘটনা? জানলে চোখ কলাপে উঠবে !
advertisement

বাঁকুড়ার বড়জোড়া শহরে রাতের অন্ধকারে শুধুমাত্র তালা দেওয়া বাড়িকে নির্দিষ্ট করেই গত একমাস ধরে চুরির ঘটনা ঘটছিল। তবে রেহায় পায়নি অপরাধীরা। পুলিশের জালে মূল চক্র। লক্ষাধিক টাকার গহনা পুনরুদ্ধার করল বড়জোড়া থানার পুলিশ। আপাতত শ্রীঘরে ঠাঁই হল অপরাধীদের।

বড়জোড়া শহর এলাকায় পরপর পাঁচটি চুরির ঘটনায় গত পাঁচ মে বড়জোড়া থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন অর্ণব ঘোষ নামের এক ব্যক্তি। এই অভিযোগ পেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়ে বড়জোড়া থানার পুলিশ আধিকারিকরা। বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ আধিকারিকরা একাধিক আলোচনার মাধ্যমে গুটি সাজিয়ে ফেলে।শেষমেস পুরো চক্রকে গ্রেফতার করে ও চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করে। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) সিদ্ধার্থ দর্জি জানান, বড়জোড়া থানা এলাকায় একটি চুরির ঘটনার তদন্ত শুরু হয়। বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খড়ু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করা হয়। এর পর চুরির জিনিস কেনার অভিযোগে শহরের আশ্রম পাড়া থেকে ছোটন পাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের তিন জনের কাছ থেকে ১৬০ গ্রাম সোনা এবং ৪০০ গ্রাম রূপো উদ্ধার করা হয়।

advertisement

View More

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাড়িতে তালা দেওয়া? রাত হলেই 'চিচিং ফাঁক', বাড়ির সব সাবাড়, বাঁকুড়ায় পুলিশের জালে একের পর এক ডাকাতির মূল চক্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল