চাইলে এক একটি সিঙ্গেল চকলেট আপনার প্রয়োজন মত কাস্টমাইজড করে নিতে পারবেন। আবার চাইলে বানিয়ে নিতে পারেন গিফট প্যাক, যার মধ্যে সুন্দর করে সাজানো থাকবে একাধিক চকলেট এবং ফুল, চাইলে যোগ করতে পারেন ব্রাউনি। মূল্য প্রয়োজন অনুযায়ী বাড়বে কমবে। নিজের সিক্রেটগুলি বজায় রেখে সহেলি বলে দিলেন কীভাবে তৈরি করছেন তিনি এই চকলেটগুলি।
advertisement
আরও পড়ুন: শুকিয়ে যাওয়া শ্যাওলার মতো দেখতে, ঘেন্না করবেন না, সঞ্জীবনী এই গাছে পালাবে নানা সমস্যা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি বলেন, “চকলেটের লিকুইড বানিয়ে নিয়ে প্রয়োজন মত ছাঁচ বানিয়ে তাতে ফেলে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে বানিয়ে ফেলছি চকলেট। এত অর্ডার আসছে যে দিনরাত কাজ করে শেষ করতে পারছি না।” ভালবাসার সপ্তাহ প্রায় শেষের মুখে কিন্তু চকলেটের চাহিদা থাকে সারা বছর। চুটিয়ে প্রেমিক প্রেমিকারা চকলেট খায় এবং নিজেদের প্রেম নিবেদন করেন।
সেই কারণে এই স্কিল শিখে আপনিও যদি সহেলী রক্ষিতের মত যদি শুরু করেন এই ব্যবসা তাহলে হয়ত কিছু অর্থ উপার্জন করতে পারবেন। আর যদি মৌলিকভাবে উৎযাপন করতে চান ভালবাসার দিন তাহলে অবশ্যই চেখে দেখুন এই বাঁকড়ী কাস্টমাইজড করা চকোলেট।
নীলাঞ্জন ব্যানার্জী