TRENDING:

Bankura News: ভালবাসার সপ্তাহে কামাল করলেন গৃহবধূ! রোজগারের পর রোজগার! পুরোটা জানলে আপনিও চমকে যাবেন

Last Updated:

ভালবাসার মানুষের জন্য স্পেশাল কাজ করছেন বাঁকুড়ার এই গৃহবধূ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ভালবাসার সপ্তাহে ভালবাসার মানুষকে যদি এমন একটা কারুকার্য করা চকলেটই না দিলেন, তাহলে আর কি করলেন? এমন কথা মনে হতেই পারে সুন্দর সুন্দর চকলেটগুলি দেখার পর। প্রতিটা চকলেট তৈরি হয়েছে ভালবাসার মানুষের পছন্দের কথা মাথায় রেখে, তৈরি করেছেন বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা সহেলি রক্ষিত। কাস্টমাইজড করা চকোলেট, যার ওপর খোদাই করে আপনার ভালবাসার মানুষকে দেখাতে পারবেন আপনার ভালবাসার নিবেদন। সহেলি রক্ষিত অর্ডার নিয়ে করছেন চকলেট তৈরি। তৈরি করছেন স্পেশাল ভ্যালেন্টাইন গিফট প্যাক।
advertisement

চাইলে এক একটি সিঙ্গেল চকলেট আপনার প্রয়োজন মত কাস্টমাইজড করে নিতে পারবেন। আবার চাইলে বানিয়ে নিতে পারেন গিফট প্যাক, যার মধ্যে সুন্দর করে সাজানো থাকবে একাধিক চকলেট এবং ফুল, চাইলে যোগ করতে পারেন ব্রাউনি। মূল্য প্রয়োজন অনুযায়ী বাড়বে কমবে। নিজের সিক্রেটগুলি বজায় রেখে সহেলি বলে দিলেন কীভাবে তৈরি করছেন তিনি এই চকলেটগুলি।

advertisement

আরও পড়ুন: শুকিয়ে যাওয়া শ্যাওলার মতো দেখতে, ঘেন্না করবেন না, সঞ্জীবনী এই গাছে পালাবে নানা সমস্যা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তিনি বলেন, “চকলেটের লিকুইড বানিয়ে নিয়ে প্রয়োজন মত ছাঁচ বানিয়ে তাতে ফেলে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে বানিয়ে ফেলছি চকলেট। এত অর্ডার আসছে যে দিনরাত কাজ করে শেষ করতে পারছি না।” ভালবাসার সপ্তাহ প্রায় শেষের মুখে কিন্তু চকলেটের চাহিদা থাকে সারা বছর। চুটিয়ে প্রেমিক প্রেমিকারা চকলেট খায় এবং নিজেদের প্রেম নিবেদন করেন।

advertisement

সেই কারণে এই স্কিল শিখে আপনিও যদি সহেলী রক্ষিতের মত যদি শুরু করেন এই ব্যবসা তাহলে হয়ত কিছু অর্থ উপার্জন করতে পারবেন। আর যদি মৌলিকভাবে উৎযাপন করতে চান ভালবাসার দিন তাহলে অবশ্যই চেখে দেখুন এই বাঁকড়ী কাস্টমাইজড করা চকোলেট।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ভালবাসার সপ্তাহে কামাল করলেন গৃহবধূ! রোজগারের পর রোজগার! পুরোটা জানলে আপনিও চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল