আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে খাতড়া খাদ্য মেলা। এই খাদ্য মেলার বিশেষত্ব হল, আদিবাসী খাবার। প্রতিবছর এই খাদ্য মেলার পথ চেয়ে বসে থাকেন সাধারণ মানুষ এবং মেলা ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। খাতড়া এটিএম গ্রাউন্ডে হতে চলেছে এই মেলা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত।

আরও পড়ুনঃ অবৈধভাবে রাজ্যের নদী থেকে বালি চুরি করে বিহারে পাচারের ছক! মাঝপথে পুলিশ যা খেল দেখাল, গ্রেফতার ১

advertisement

এই খাদ্য মেলাতে জনপ্রিয় একটি মহিলাদের রিয়ালিটি শো’এর আদলে হতে চলেছে একটি কনটেস্ট, যার নাম ‘আমি দিদি নং ওয়ান’। এই কন্টেস্টের বাছাই পর্ব হিসেবে নেওয়া হল পরীক্ষা। এই পরীক্ষায় করা হয়েছিল কুড়িটি প্রশ্ন, যার মধ্যে ছিল গুগলি বা ধাঁধা।

View More

সে কারণে বাঁকুড়া  জেলার খাতড়ায় উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক গৃহবধূ। প্রত্যেকেই দিলেন পরীক্ষা। প্রত্যেকের স্বপ্ন, ‘আমি দিদি নাম্বার ওয়ান’ কনটেস্টে অংশগ্রহণ করার। জনপ্রিয় রাজ্যব্যাপী রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করতে না পেরে অনেকে খাতড়া ফুড ফেস্টিভালের এই রিয়ালিটি শো’য়ে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

advertisement

আরও পড়ুনঃ ১৭ বছরে পা দিল বালুরঘাটের নাট্য মন্দির! সংস্কৃতির শহরে ঐতিহ্যের পুনরুজ্জীবন

দুধের স্বাদ ঘোলে মেটানো, এমনটা ভাববেন না। এই কনটেস্টেও রয়েছে যথেষ্ট কম্পিটিশন। খাতড়া শহরের বাসিন্দা গৃহবধূ, সুতপা গোস্বামী জানান, “এর আগে অডিশন দিতে পারিনি বলে আক্ষেপ করেছি, এবার ভাল লাগছে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

মনোরঞ্জনের দিক থেকে বাঁকুড়া জেলা পিছিয়ে নেই। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলেও এখন পৌঁছে গিয়েছে খাদ্য মেলা। বিভিন্ন ধরনের মনোরঞ্জক খেলাধুলা। এই খেলাধুলার মাধ্যমে তৈরি হচ্ছে সম্প্রীতি এবং মানুষের মধ্যে মিলন। মজার একটি পরীক্ষা দিয়ে যথেষ্ট খোস মেজাজে দেখা গেল খাতড়ার গৃহবধূদের।