বাঁকুড়া জেলার ইন্দাস থানার নারায়ণপুর গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি চায়ের দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকান। জানা গিয়েছে, ইন্দাস থানা নারায়ণপুর গ্রামে রাকেশ চন্দ্র দাসের রয়েছে একটি ইলেকট্রনিক দোকান। যেখানে টোটো গাড়ি সারাইয়ের কাজও হয় এবং তার পাশেই রয়েছে বচ্চন বাগদী নামের আর এক ব্যক্তির চায়ের দোকান। প্রতিদিনের মতো এদিন রাত ১০টা নাদাগ দোকানপাট বন্ধ করে রাকেশ এবং বচ্চন নারায়ণপুর গ্রামে তাদের বাড়িতে চলে আসেন।
advertisement
মধ্যরাতে তাদের কাছে স্থানীয় বাসিন্দাদের ফোন আসে। তাঁরা জানান, কেউ বা কারা তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। দাউদাউ করে জ্বলছে দুই দোকান। তড়িঘড়ি দোকানদাররা ছুটে যান তাদের দোকানের কাছে। ততক্ষণে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে দুটি দোকান।
আরও পড়ুনঃ চোখের চিকিৎসা করাতে গিয়ে নেপালে হোটেলবন্দি! জেলা প্রশাসনের তৎপরতায় দেশে ফিরলেন বর্ধমানের বাবা-মেয়ে
দোকানদারদের দাবি, পুজোর আগে দোকানের প্রয়োজনীয় দ্রব্য বিপুল পরিমাণে মজুদ করে রাখা ছিল। সেই সমস্ত কিছুই এখন পুড়ে ছাই। এখন দোকানে কোন কিছু অবশিষ্ট পড়ে নেই। দোকানদাররা জানাচ্ছেন, দুটি দোকান মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের অনুমান, কেউ বা কারা শত্রুতার জেরে এই আগুন লাগিয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুজোর আগে এত বড় ক্ষতিতে রীতিমতো রাতের ঘুম উড়েছে ওই দুই দোকানদারের।