কোথাও তালা ভেঙে, কোথাও ছাদ কেটে...! শক্তিগড় বাজারে ব্যবসায়ীদের সাড়ে সর্বনাশ! খাঁ খাঁ করছে সব দোকানের ক্যাশ বাক্স
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Robbey Case: পরপর ১২টি দোকানে দুঃসাহসিক চুরি। কোথাও তালা ভেঙে তো কোথাও দোকানের ছাদ কেটে চুরি হয়েছে। ক্যাশ বাক্সে থাকা টাকা হাওয়া।
শক্তিগড়, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: পরপর ১২টি দোকানে দুঃসাহসিক চুরি। কোথাও তালা ভেঙে তো কোথাও দোকানের ছাদ কেটে চুরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শক্তিগড় বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় বাজার এলাকায় পরপর ১২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ভোরবেলায় এক ব্যক্তি দোকান খুলতে এসে দেখেন তার দোকানের দরজা ভাঙা এবং দোকানের ভিতরে ছড়িয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন অন্যান্য দোকানদারদের। তারা এসে দেখেন কারও দোকানের তালা ভাঙা তো কোথাও দোকানের ছাদ কেটে নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।
advertisement
আরও পড়ুনঃ রাজারহাটের বিলাসবহুল আবাসনে ডাকাতি! চুরি যাওয়া iPad-এ ফাঁস রহস্য, প্রযুক্তির জালে কীভাবে ধরা পড়ল চোর?
ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা রাতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবিলম্বে ঘটনার কিনারা করার দাবী জানিয়েছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেখ জামাল উদ্দিন (ব্যবসায়ী) জানান, ভোরবেলার চারটের সময় দোকান খুলতে এসে তিনি দেখেন তার দোকানের দরজা সাবল দিয়ে ভাঙা এবং ভিতরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের ভিতর ঢুকে দেখেন দোকানে ক্যাশ বাক্সে থাকা টাকা হাওয়া।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সজল সামন্ত (আলু গোডাউনর ক্যাশিয়ার) জানান, সকালে দোকান মালিক ফোন করে জানালে দোকানে এসে দেখি চুরি হয়েছে। সম্ভবত দোকানের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু তালা না ভাঙায় এসবেস্টারের ছাদ ভেঙে দোকানে ঢুকেছিল চোরেরা। আলমারি ভেঙে নগদ ৬৮ হাজার টাকা-সহ বেশ কিছু খুচরো টাকা এবং বেশ কিছু বন্ড চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। আমরা চাই এই ঘটনার সুরাহা হোক। পুলিশ তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোথাও তালা ভেঙে, কোথাও ছাদ কেটে...! শক্তিগড় বাজারে ব্যবসায়ীদের সাড়ে সর্বনাশ! খাঁ খাঁ করছে সব দোকানের ক্যাশ বাক্স









