বর্তমানে সমস্ত কৃষকের মাঠে রয়েছে শীতকালীন ফসল কফি। এই বছর কফির ব্যাপক ফলন হয়েছে ইতিমধ্যেই বাজারে সেই কফি বিক্রিও শুরু হয়েছে। কৃষকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা কফি জমিতে ঢুকে কফি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কৃষকরা। কারণ কৃষকরা কফি চাষ করেছে মহাজনের কাছে ঋণ করে। এই কফি চুরি হয়ে গেলে তারা সংসার চালাবেন কী করে এবং মহাজনের ঋণ শোধ করবেন কী করে? তা ভেবে ভেবেই রাতের ঘুম উড়েছিল কৃষকদের।
advertisement
আরও পড়ুনঃ গাছ কাটতে উঠেছিলেন মগডালে! হঠাৎই গলায় এসে লাগল…! মুহূর্তে সব শেষ, হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হল না
চোরের উপদ্রব থেকে বাঁচতে চর গোবিন্দপুরের এক কৃষক সুবল ঢালী দারুণ পদক্ষেপ নিলেছেন। কফি জমিতে লাগিয়েছেন সিসি ক্যামেরা এবং রাতের অন্ধকার দূর করতে জমিতে লাগিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো।
কৃষকের দাবি, যেভাবে রাতের অন্ধকারে চোরের দল কফি চুরি করে নিয়ে যাচ্ছে তাতে করে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কফি চুরির হাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন কৃষক। কারণ পুলিশকে জানালে পুলিশ তো আর কফি জমিতে এসে পাহারা দেবে না তাই জমির পাহারা নিজেকেই দিতে হবে।