TRENDING:

Jagadhatri Puja: সাদা মেঘের ভেলার মাঝে সুন্দরী পরী, লাইভ অ্যাকশনে মহিষাসুরমর্দিনী! জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার 'এই' পুজো

Last Updated:

চারিদিকে শুধু মেঘ, আর মেঘের মাঝে সুন্দরী পরি, এটাই কি স্বর্গ? নাকি অন্য কিছু? এভাবেই সাত লক্ষ টাকা বাজেট দিয়ে তৈরি হল স্বর্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: চারিদিকে শুধু মেঘ, আর মেঘের মাঝে সুন্দরী পরী, এটাই কি স্বর্গ? নাকি অন্য কিছু? এভাবেই সাত লক্ষ টাকা বাজেট দিয়ে তৈরি হল স্বর্গ। খুঁটিপুজো করে জানান দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। সেই মণ্ডপ ইতিমধ্যে খুলে গেল সাধারণ মানুষের জন্য। ছাতনায় স্বর্গপুরী! চন্দননগরের লাইট। তিরুপতি মন্দিরের দরজা। মহিষাসুরমর্দিনী অডিও ভিস্যুয়াল শো। জগদ্ধাত্রী পুজোয় চমক ছাতনা চণ্ডীদাসপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির।
advertisement

স্বর্গ কেমন? এই প্রশ্ন ওঠে মানুষের মনে বার বার! তবে সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় হাস্য রসাত্মক সিনেমা “আশিতে আশিওনা” এর শুটিং হয়, ছাতনার শুশুনিয়া পাহাড়ে। অর্থাৎ ছাতনার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু ইতিহাস। এখানকার মানুষ আনন্দ প্রিয়। প্রতিবছর বড় করে হয় জগদ্ধাত্রী পুজো। সেই কারণে সাত লক্ষ টাকা বাজেট রেখে করা হচ্ছে পুজো।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, বৃষ্টি! এরই মাঝে ‘ওদের’ হানা, ভয়ে তটস্থ এলাকা

View More

দুর্গাপুজো যেমন বিরাট ভাবে পালিত হয় ঠিক সেই রকম সমারোহর সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় সামন্তভূম ছাতনায়। ছাতনা ব্লক ছাড়াও বাঁকুড়া এবং দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। পুজো কমিটির সদস্যরা জানান, “অনুষ্ঠানের পাশাপাশি, চলবে লাইভ অ্যাকশন মহিষাসুরমর্দিনী। এই বছর পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হতে চলেছে মহিষাসুরমর্দিনী।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

প্রতিবছরের মতো এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। মহা ধামাকা করে শুরু হল ছাতনার জগদ্ধাত্রী পুজো। ছাতনার এই মণ্ডপ তৈরি হয়েছে স্বর্গপুরীর আদলে। স্বর্গপুরীর মধ্যে থাকছেন মা জগদ্ধাত্রী। দুর্গাপুজোর থেকে বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয় বাঁকুড়ার ছাতনায়, সেই অপেক্ষার অবসান অবসান হল প্রতীক্ষার পর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: সাদা মেঘের ভেলার মাঝে সুন্দরী পরী, লাইভ অ্যাকশনে মহিষাসুরমর্দিনী! জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার 'এই' পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল