স্বর্গ কেমন? এই প্রশ্ন ওঠে মানুষের মনে বার বার! তবে সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় হাস্য রসাত্মক সিনেমা “আশিতে আশিওনা” এর শুটিং হয়, ছাতনার শুশুনিয়া পাহাড়ে। অর্থাৎ ছাতনার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু ইতিহাস। এখানকার মানুষ আনন্দ প্রিয়। প্রতিবছর বড় করে হয় জগদ্ধাত্রী পুজো। সেই কারণে সাত লক্ষ টাকা বাজেট রেখে করা হচ্ছে পুজো।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, বৃষ্টি! এরই মাঝে ‘ওদের’ হানা, ভয়ে তটস্থ এলাকা
দুর্গাপুজো যেমন বিরাট ভাবে পালিত হয় ঠিক সেই রকম সমারোহর সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় সামন্তভূম ছাতনায়। ছাতনা ব্লক ছাড়াও বাঁকুড়া এবং দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। পুজো কমিটির সদস্যরা জানান, “অনুষ্ঠানের পাশাপাশি, চলবে লাইভ অ্যাকশন মহিষাসুরমর্দিনী। এই বছর পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হতে চলেছে মহিষাসুরমর্দিনী।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরের মতো এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। মহা ধামাকা করে শুরু হল ছাতনার জগদ্ধাত্রী পুজো। ছাতনার এই মণ্ডপ তৈরি হয়েছে স্বর্গপুরীর আদলে। স্বর্গপুরীর মধ্যে থাকছেন মা জগদ্ধাত্রী। দুর্গাপুজোর থেকে বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয় বাঁকুড়ার ছাতনায়, সেই অপেক্ষার অবসান অবসান হল প্রতীক্ষার পর।





