সেই সব দিনগুলির নস্টালজিয়াকেই এবারের দুর্গাপুজোয় থিম হিসেবে তুলে ধরছে বাঁকুড়ার সিনেমা রোড সর্বজনীন। পুজোর মণ্ডপ বাইরে থেকে দেখলে মনে হবে যেন সিনেমার বিশাল পর্দা, আর ভিতরে মিলবে আধুনিক মাল্টিপ্লেক্সের আবহ। টিকিট কাউন্টার থেকে শুরু করে পুরনো দিনের জনপ্রিয় সিনেমার পোস্টার— সবই থাকবে সাজানো।
advertisement
স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, এক সময়ের জমজমাট সিনেমা রোড আজ নির্জন। তাই স্মৃতি ধরে রাখার পাশাপাশি উদ্যোক্তাদের দাবি— শহরে আবার ফিরুক সিনেমা হল, কিংবা তৈরি হোক আধুনিক মাল্টিপ্লেক্স। ৩১তম বর্ষে পদার্পণ করা এই পুজোর বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। প্যান্ডেলে দর্শকরা খুঁজে পাবেন সেই সব হারিয়ে যাওয়া পোস্টার, সিঙ্গেল স্ক্রিনের গমগমে দিন আর ব্যস্ততার জীবন্ত ছবি। উদ্যোক্তাদের বিশ্বাস, এই পুজোর মাধ্যমে অন্তত কয়েক দিনের জন্য হলেও বাঁকুড়ার মানুষ আবার ফিরবেন সেই ‘সোনালি সিনেমার দিনে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিনেমা পাড়া নেই, কিন্তু স্মৃতি আছে। পুজোর কটা দিন সেই স্মৃতি দর্শকের চোখের সামনে ফুটে উঠবে, আর হারান অতীতের সৌন্দর্য ফিরে আনবে শহরের বুকের মাঝে।