TRENDING:

কাঁথা নামাতে গিয়ে বাঁশে টান! নির্মীয়মাণ পাকা বাড়ির একাংশ ধসে মৃত্যু ৩ বছরের শিশুর!

Last Updated:

জয়পুরের গড় গ্রামে নির্মীয়মান বাড়ির দেওয়াল ধসে তিন বছরের রোহন লোহার মৃত্যু, শোকের ছায়া গোটা গ্রামে. জগন্নাথ কোটালের বাড়িতে ঘটে দুর্ঘটনা, তদন্তে জয়পুর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর, বাঁকুড়া: নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হল তিন বছরের একটি শিশুর। শনিবার বিকেলে জয়পুর থানার গড় গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম।
Representative Image
Representative Image
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, গড় গ্রামের বাসিন্দা ঝন্টু লোহারদের বাড়ির পাশে প্রায় এক বছর ধরে ধীরে ধীরে একটি পাকা বাড়ি নির্মাণ করছিলেন প্রতিবেশী জগন্নাথ কোটাল। নির্মীয়মান সেই বাড়ির দুই দেওয়ালের মাঝে বাঁশ টাঙিয়ে প্রতিদিনের মতো কাঁথা শুকোতে দিয়েছিলেন স্থানীয় আর এক বাসিন্দা। শনিবার বিকেলে সেই কাঁথা নামাতে গিয়ে ঝন্টু লোহারের স্ত্রী কাঁথাটি টান দেন। তখনই নিচে খেলতে থাকা তাঁদের তিন বছরের ছেলে রোহন লোহার বিপদের মুখে পড়ে। হুড়মুড় করে ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ির দেওয়ালের একটি অংশ, চাপা পড়ে যায় রোহন।

advertisement

মাঝরাতে আনন্দ উদযাপন বদলে গেল বিভীষিকায়! সিলিন্ডার ফেটে ২৫ জনের মৃত্যু গোয়ার নাইটক্লাবে

দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয় শিশুটি এবং ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রোহনকে মৃত বলে ঘোষণা করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
আরও দেখুন

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই গ্রামে নেমে আসে গভীর শোক। ছোট্ট রোহনের মৃত্যুতে স্তব্ধ ও কান্নাবিধুর হয়ে পড়েন এলাকার মানুষজন। জয়পুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁথা নামাতে গিয়ে বাঁশে টান! নির্মীয়মাণ পাকা বাড়ির একাংশ ধসে মৃত্যু ৩ বছরের শিশুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল