এই আকর্ষণীয় চেহারার নেপথ্যে নেই কোনও ম্যাজিক বা শর্টকাট পদ্ধতি। আছে বছরের পর বছর ধরে গড়ে তোলা কঠোর নিয়ম, শৃঙ্খলা ও আত্মসংযম। পার্থ দরিপা সম্পূর্ণ নিরামিষভোজী। কোনও প্রোটিন সাপ্লিমেন্ট বা কৃত্রিম খাদ্যের সাহায্য না নিয়েই তিনি তৈরি করেছেন এই শক্তিশালী শরীর। প্রতিদিন প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তিনি জিমে আসেন শুধুমাত্র শরীরচর্চার জন্য। টানা নয় বছর ধরে তাঁর এই রুটিনে কোনও ছেদ পড়েনি।
advertisement
ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। মাঠে দৌড়ঝাঁপ ও লড়াই করার মানসিকতাই তাঁকে শিখিয়েছে কখনও হাল না ছাড়তে। সেই মানসিকতাই আজ বাঁকুড়া শহরের ড্রাগনস জিমে তাঁর শক্তির মূল ভিত। নিয়মিত অনুশীলনের পাশাপাশি মানসিক দৃঢ়তাকেই তিনি নিজের সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন।
আরও পড়ুনঃ IND vs NZ: দলে একসঙ্গে ৩ অলরাউন্ডার! কারা বাদের তালিকায়? প্রথম ওডিআইতে ভারতীয় দলে মেগা চমক!
বর্তমানে জিমে আসা যুবক-যুবতীদের কাছে পার্থ দরিপা শুধু একজন সিনিয়র নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। আদর করে সবাই তাঁকে “কাকা” বলে ডাকেন। তাঁর উপস্থিতি অন্যদের মধ্যে বাড়তি উদ্যম জাগিয়ে তোলে। মঞ্চেও নিজের ফিটনেসের ঝলক দেখিয়ে করতালিতে ভরিয়ে তুলেছেন হলঘর। পার্থ দরিপার জীবন একটাই বার্তা দেয়—বয়স নয়, আসল হল মানসিকতা।





