TRENDING:

বিশেষভাবে সক্ষম যুবকের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী... যুবকের হাতে তুলে দিলেন উপার্জনের চাবিকাঠি

Last Updated:

৩০ বছর আগে কর্মসূত্রে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন অশোকবাবু। কঠিন সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম আর নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য মানসিকতা তাকে দিল্লির বুকে দাঁড় করিয়েছিল এক সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু সাফল্যের শিখরে গিয়েও ফিরে এসেছেন বাঁকুড়ায়, করছেন মানুষের জন্য কাজ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ছাতনার এক বিশেষভাবে সক্ষম যুবকের পাশে দাঁড়িয়ে তাঁর স্বনির্ভরতার পথ খুলে দিলেন এক ব্যবসায়ী। নিজের উদ্যোগে একটি দোকান খুলে দিয়ে সেই যুবকের হাতে তুলে দিলেন উপার্জনের চাবিকাঠি।
advertisement

সাজিবুল খান বিশেষ ভাবে সক্ষম ছোট থেকেই। বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে শারীরিকভাবে একটু বাধা প্রাপ্ত হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এই ছেলে। দান নয়। এক প্রকার জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য একটি সুযোগ তৈরি করে দিলেন ছাতনারই এক ব্যক্তি। শুধু সাহায্য করে নয়। সমাজের প্রতিটি মানুষই নিজ যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে পারে, যদি কেউ একটা সুযোগ তৈরি করে দেয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মুড়ি-ঘুগনি অতীত! এখন ডেবরার মানুষ মজেছেন বিহারের বিখ্যাত ১০ টাকার খাবারে
আরও দেখুন

এলাকার লোকজনও যথেষ্ট খুশি। দোকানে এসে জিনিস কিনে নিয়ে, খুশি ভাগ করে নিচ্ছেন অনেকেই। এভাবেই একটু ভালবাসা আর চেষ্টা দিয়ে সমাজে ভালবাসা ছড়িয়ে দেওয়া যায়, হাজার অপ্রাপ্তির মধ্যেও খুঁজে পাওয়া যায় আনন্দ। প্রায় ৩০ বছর আগে কর্মসূত্রে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন অশোকবাবু। কঠিন সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম আর নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য মানসিকতা তাকে দিল্লির বুকে দাঁড় করিয়েছিল এক সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু সাফল্যের শিখরে গিয়েও ফিরে এসেছেন বাঁকুড়ায়, করছেন মানুষের জন্য কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশেষভাবে সক্ষম যুবকের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী... যুবকের হাতে তুলে দিলেন উপার্জনের চাবিকাঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল