TRENDING:

CPIM and BJP: CPIM নেতা-নেত্রীদের বাড়িতে BJP বিধায়ক! নতুন 'সমীকরণ' নিয়ে জোর জল্পনা

Last Updated:

CPIM and BJP: তৃণমূল অবশ্য এই সাক্ষাতকে সিপিএম-বিজেপির জোট বাধার আগাম প্রস্তুতি হিসেবে দেখছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: সিপিএম নেতা নেত্রীর বাড়িতে বিজেপি বিধায়ক! সৌজন্য বিনিময় না জোটের আহ্বান, জোর জল্পনা শুরু। লাল-গেরুয়া জোট বাঁধতে উদ্যোগী হয়েছেন বিজেপি বিধায়ক, কটাক্ষ করেছে তৃণমূল।
সিপিএম নেতাদের বাড়িতে বিজেপি বিধায়ক
সিপিএম নেতাদের বাড়িতে বিজেপি বিধায়ক
advertisement

সিপিএম নেতার দুয়ারে বিজেপি বিধায়ক। ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা ও কথাবার্তা দুই যুযুধান নেতার, যা ঘিরে জোর জল্পনা বাঁকুড়ায়। সৌজন্য বিনিময় না এর পিছনে রয়েছে রাজনৈতিক তাৎপর্য রয়েছে, তা নিয়ে জল্পনা শুরু বিভিন্ন মহলে। পুর নির্বাচনে সিপিএম-কে কাছে টানতেই কি দুয়ারে বিজেপি বিধায়ক? যদিও একে সৌজন্যমূলক সাক্ষাত বলেই দাবি করছে দু'পক্ষ। তৃণমূল অবশ্য এই সাক্ষাতকে সিপিএম-বিজেপির জোট বাধার আগাম প্রস্তুতি হিসেবে দেখছে।

advertisement

কলকাতা ছাড়া রাজ্যের অন্য কোন পুর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে পুরসভার নির্বাচন যে আসন্ন, তা জঙ্গীপুরের প্রশাসনিক সভা থেকে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন যখনই হোক, প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। সেই সূত্রেই বাঁকুড়ায় এমন ছবি সামনে আসছে। দলীয় কর্মীদের বৈঠক থেকে জনসংযোগ, বিভিন্ন দলের ভোট প্রস্তুতি চলছেই বাঁকুড়া শহর জুড়ে। এর মাঝেই রাজনৈতিক জল্পনা উস্কে দিল সিপিএম নেতার বাড়িতে বিজেপি বিধায়কের যাওয়াকে কেন্দ্র করে।

advertisement

আরও পড়ুন: শিয়ালদহ থেকে লালগোলার মাঝে ট্রেনে ভয়ংকর ঘটনা, লাইনে পড়ে দ্বিখণ্ডিত দেহ!

মঙ্গলবার সন্ধ্যেতে বাঁকুড়া শহরের কমরার মাঠ এলাকায় প্রবীণ সিপিএম নেতা কিঙ্কর প্রসাদের বাড়িতে আচমকা হাজির হয়ে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। হাতে ফুল ও মিষ্টি নিয়ে সিপিএমের লড়াকু নেতার সঙ্গে বিজেপি বিধায়কের এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। প্রায় মিনিট ১০ থাকার পরে ওই এলাকায় আর এক সিপিএম নেতার বাড়িতে যান বিধায়ক। এরপর বাঁকুড়া শহরের শুভঙ্কর সরণী এলাকায় বাঁকুড়া পুরসভার সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেত্রী শিউলী মিদ্যার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়ক। নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে ফুল ও মিষ্টি নিয়ে ঢুকে পড়েন সিপিএম নেত্রীর বাড়িতে। বেশ কিছুক্ষণ চলে দুজনের মধ্যে কথোপকথন।

advertisement

আরও পড়ুন: কলকাতা নিয়ে BJP-র আবেদন 'খারিজ', ১১১ পুরসভার ভোটে বড় নির্দেশ হাইকোর্টের!

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

প্রসঙ্গত গত ৪ ডিসেম্বর বাঁকুড়ার মাচানতলায় প্রকাশ্য সভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কন্ঠে শোনা গিয়েছিলেন প্রাক্তন সাংসদ ও প্রবীণ সিপিএম নেতা বাসুদেব আচারিয়ার প্রশংসা। বিজেপি রাজ্য সভাপতির সিপিআইএম নেতাকে নিয়ে প্রশংসার সুরকে রাজনৈতিক মহল সিপিএম-কে কাছে টানার কৌশল বলে মনে করছেন। বিজেপি রাজ্য সভাপতির দেখানো পথে হেঁটেই বাঁকুড়ায় সিপিএম নেতা- নেত্রীদের বাড়িতে হজির হয়ে সাক্ষাৎ করলেন বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। এই সাক্ষাতকে সৌজন্যমূলক দাবি করলেও তৃণমূল অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM and BJP: CPIM নেতা-নেত্রীদের বাড়িতে BJP বিধায়ক! নতুন 'সমীকরণ' নিয়ে জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল