TRENDING:

ASHA Workers: মোবাইলের জন্য সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশাকর্মীরা! বাঁকুড়ায় জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ, দাবি না মানলে কাজ বন্ধের হুঁশিয়ারি

Last Updated:

Bankura ASHA Workers Protest: অভিযোগ, মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশাকর্মীদের মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর জেরে বেকায়দায় পড়েছেন আশাকর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ মোবাইলের জন্য সরকারি বরাদ্দ মিলেছে। এবার সেই নিয়েই একপ্রকার বেকায়দায় আশাকর্মীরা। বাঁকুড়ার জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। বিক্ষোভকারী আশাকর্মীদের দাবি, অবিলম্বে তাঁদের দাবি না মানা হলে ডিসেম্বরে জেলা জুড়ে কাজ বন্ধ করে দেবেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অভিযোগ, মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশাকর্মীদের মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর জেরে বেকায়দায় পড়েছেন আশাকর্মীরা। এর প্রতিবাদে এদিন জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলায় কর্মরত আশাকর্মীরা।

আরও পড়ুনঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান! দক্ষিণ দিনাজপুরবাসী পেল ৩টি ঝাঁ চকচকে নতুন রাস্তা, উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী

advertisement

তাঁদের দাবি, তাঁরা এই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ। অথচ সামান্য মাসিক সাম্মানিকের বিনিময়ে তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি তাঁদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেটারের কাজও করানো হচ্ছে। এতকিছুর বিনিময়ে মাসিক সাম্মানিক মেলে মাত্র ৫ হাজার ২৫০ টাকা। ইনসেনটিভ হিসেবে প্রাপ্য অর্থ সরকারি টালবাহানায় মাসের পর মাস বকেয়া পড়ে থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন সবাই
আরও দেখুন

এই অবস্থায় দীর্ঘদিনের আন্দোলনের পর সম্প্রতি রাজ্য সরকার এই আশাকর্মীদের মোবাইলের জন্য মাথাপিছু ১০ হাজার টাকা বরাদ্দ করে। আশাকর্মীদের দাবি, সামান্য ওই বরাদ্দে যেমন কাজের উপযোগী মোবাইল ফোন কেনা সম্ভব নয়, তেমনই একই সঙ্গে দু’টি ফোনের সিম কার্ড রিচার্জের সামর্থ্যও তাঁদের নেই। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে প্রত্যেককে মোবাইল কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। অবিলম্বে এই চাপ বন্ধ, সিম কার্ড রিচার্জের জন্য অর্থ প্রদান ও সাম্মানিক বৃদ্ধির দাবিতে বাঁকুড়ার জেলাশাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ASHA Workers: মোবাইলের জন্য সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশাকর্মীরা! বাঁকুড়ায় জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ, দাবি না মানলে কাজ বন্ধের হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল