দীর্ঘদিন মেরামত রাস্তাটি হয়নি, ফলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের কথায় গত এক দশকেরও বেশি সময় রাস্তার বেহাল দশা। নতুন রাস্তা তো দূর, ঠিকমত মেরামত হয়নি। প্রতিদিন এই রাস্তার ওপর দিয়ে স্কুল ও কলেজের বহু ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স যাতায়াত করে।
আরও পড়ুন: হাওড়ার বেনারস রোডে জমা জলের দুর্ভোগের দিন শেষ! যা যা পদক্ষেপ নিল প্রশাসন
advertisement
সব মিলিয়ে হাজার হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। বারংবার রাস্তা মেরামতির দাবি জানিয়েও কাজ হয়নি। কিছুদিন আগেই, নিকাশি সমস্যা দূর করতে স্থানীয় মানুষ চাঁদা তুলে ভাঙা রাস্তার পার্শ্ববর্তী নালা পরিষ্কার করা হলেও সরকারিভাবে রাস্তা মেরামতির কাজ হয়নি। ফলে এলাকার মানুষ ক্ষুব্ধ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন রাস্তা তৈরি করতে পঞ্চায়েতে অফিসে আবেদন জানান স্থানীয় মানুষরা। বারংবার অবরোধ ও আবেদন করার পর প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ হয়নি। বর্ষায় আরও বিপজ্জনক রূপ নিয়েছে বাঁকড়া রসিকল এলাকার রাস্তা। একটু বৃষ্টি হলেই ক্ষতবিক্ষত রাস্তায় জল জমে টোটো, বাইক দুর্ঘটনার কবলে পড়ছে। যাত্রী আহত হবার ঘটনা মাঝেমধ্যে। যদিও স্থানীয় মানুষকে ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
রাকেশ মাইতি