এবার সমবায়ের তিরিশটি আসনেই মনোনয়ন পেশ করেছে তৃণমূল। আগামী ৪ মে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে উপভক্তারা দলে দলে তাঁদের জমানো টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ। সমবায় ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ দিনে এক কোটিরও বেশি টাকা তোলা হয়েছে।
আরও পড়ুন: ১ মে থেকে বাংলাদেশিরা খাবে কী! ইউনূসের জমানায় এমন ঘটনা ঘটতে চলেছে, হাহাকার লেগে যাবে গোটা দেশে
advertisement
পরিচালন কমিটির সদস্যদের দাবি, বর্তমান শাসক দল এর আগে জোর করে জয়নগর পুরসভা ও পঞ্চায়েত জিতেছে। একাধিক সমবায়ও তারা ভয় দেখিয়ে দখল করেছে বলে অভিযোগ। এখানেও তেমন কিছু হতে পরে বলে আশঙ্কা অনেকের। সেক্ষেত্রে ক্ষমতায় এলে সমবায়ের টাকা নয় ছয় হতে পারে বলে আশঙ্কা থেকেই মানুষ টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ একাংশের।
যদিও শাসক দল এই অভিযোগ মানেনি। তাদের দাবি, মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। নির্ভয়ে টাকা রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এই সমবায় ব্যাঙ্ক অনেক বেশি স্বচ্ছতা নিয়ে চলবে।
— সুমন সাহা