রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার চাকদহ স্বর্ণ ঋণদাতা সংস্থায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কের ম্যানেজার ও এক কর্মী। আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল ক্রাইম সেল ও চাকদহ থানা। গত ১৯ অগাস্ট সন্ধ্যা সাড়ে ছটার সময় দুই দুষ্কৃতী মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢোকে। সেখান থেকে প্রায় ১৫ কেজি সোনার গহনা লুট করে তারা পালায়।
advertisement
এরপর চাকদহ থানার পুলিশ তদন্তে নেমে চারদিনের মধ্যে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গহনা উদ্ধার করে।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এই ব্যাঙ্কের দুই কর্মী। পুলিশ তদন্তে জানতে পেরেছে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ব্যাঙ্কের ম্যানেজার এবং এক কর্মী। তাদের যোগসাজোশেই স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে মিলে ডাকাতির ঘটনা ঘটেছে।
এরপরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার পুরী থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। আজ তাদের তোলা হয়েছে কল্যাণী মহকুমা আদালতে।