TRENDING:

Bank Fraud: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ ৯ হাজার টাকা

Last Updated:

প্রথমে মোবাইলে কোনও লেনদেনের মেসেজ না আসায় বিষয়টি টের পাননি লক্ষ্মীরাম বাবু। পরে বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি থানার দ্বারস্থ হন তিনি। কিন্তু ততক্ষণে বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বাড়িতে বসেই প্রতি মাসে ২৫ হাজার টাকা রোজগারের লোভনীয় প্রলোভন। মাত্র ১০ হাজার টাকা আগাম দিলেই নাকি মিলবে এই ‘স্বপ্নের চাকরি।’ সোশ্যাল মিডিয়ায় এমনই ভুয়ো চাকরির বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে বড়সড় সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া জেলার আদ্রার এক কিশোরী। তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা।
advertisement

ঘটনার পর দিশেহারা ওই পরিবারের কর্তা আদ্রা থানার গোয়াড্ডি এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক লক্ষীরাম সরেন। তিনি ইতিমধ্যেই টাকা ফেরত পেতে আদ্রা থানায় লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের আবেদন করেছেন। ঘটনা সূত্রে জানা যায়, প্রাক্তন শিক্ষক লক্ষ্মীরাম সরেনের ১৮ বছরের মেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পায়। এককালীন ১০ হাজার টাকা দিলেই নাকি প্রতিমাসে মিলবে ২৫ হাজার করে। তারপরেই ওই কিশোরী বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এরপরই প্রতারকেরা তাকে জানায়, কাজ পেতে হলে আগাম ১০ হাজার টাকা জমা দিতে হবে। কিশোরী বিশ্বাস করে তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ১০ হাজার টাকা পাঠিয়ে দেয় প্রতারকদের। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই বিপত্তি শুরু হয়, অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধাপে উধাও হতে শুরু করে আরও টাকা। শেষ পর্যন্ত মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা তোলা হয় প্রতারণামূলকভাবে।

advertisement

View More

আরও পড়ুনPurulia News: মুম্বই গ্ল্যামার দুনিয়ায় ‘সাকসেসফুল’ পুরুলিয়ার ছেলে, বাড়ি ফিরতেই উৎসবের আবহ

প্রথমে মোবাইলে কোনও লেনদেনের মেসেজ না আসায় বিষয়টি টের পাননি লক্ষ্মীরাম বাবু। পরে বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি থানার দ্বারস্থ হন তিনি। কিন্তু ততক্ষণে বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হয়ে যায়। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারকদের খুঁজে বের করা ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে আদ্রা থানার পক্ষ থেকে জানান হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
আরও দেখুন

শান্তনু দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Fraud: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ ৯ হাজার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল