TRENDING:

South 24 Parganas News: মাসিক কিস্তি দিতে ব্যর্থ! অসুস্থ বৃদ্ধার সঙ্গে যা করল ব্যাঙ্ক... অভিযোগ শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

South 24 Parganas News: বৃদ্ধার ছেলে জানান, এক মাস লোনের কিস্তি মেটাতে দেরি হওয়ায় তাঁকে নানা রকম হুমকির মুখে পড়তে হচ্ছিল ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: লোনের মাসিক কিস্তি দিতে না পারায় বাড়ি থেকে এক অসুস্থ বদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল একটি ব্যাঙ্কের বিরুদ্ধে ৷ সকাল সাড়ে ন’টা থেকে দুপুর দুটো পর্যন্ত দীর্ঘক্ষণ তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ মারধর করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনায় ব্যাঙ্কের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ বৃদ্ধার ছেলে জানান, এক মাস লোনের কিস্তি মেটাতে দেরি হওয়ায় তাঁকে নানা রকম হুমকির মুখে পড়তে হচ্ছিল ৷ এরপর মঙ্গলবার সকালে সেই ব্যাঙ্কের কয়েকজন কর্মী বাইকে করে এসে তাঁর অসুস্থ বৃদ্ধা মাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি ছেলে দেবাশিস বিশ্বাস ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এক লক্ষ টাকা তাঁরা মাস পাঁচেক আগে লোন নিয়েছিলেন ৷ তারই এক মাসের কিস্তির টাকা বাকি ছিল ৷ এর আগে এই সংস্থা থেকে দু’বার লোন নিয়েছিলেন তাঁরা ৷ প্রথম বার ৩০ হাজার টাকা ও পরের বার ৫০ হাজার টাকা ৷ দু’বারই লোন পরিশোধ করে দেন ৷ জানা যায়, ফের তাঁদের ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য বারবার ফোন করা হয়েছিল ৷ প্রয়োজন থাকায় ১ লক্ষ টাকা লোন নেওয়া হয় ৷ নিয়মিত নাকি কিস্তিও মেটানো হচ্ছিল ৷ ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা এখনও পর্যন্ত দিতে পারেননি ৷ অভিযোগ, দেবাশিসের মাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয় ওই ব্যাঙ্কের ভিতরে। এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু বৃদ্ধা ও তাঁর ছেলের অভিযোগ, পুলিশের সামনে ব্যাঙ্ক ম্যানেজার জোর করে তাদের থেকে মুচলেকা লিখিয়ে নেন। এবং পুলিশ নিশ্চুপ হয়ে তা দেখে।

advertisement

আরও অভিযোগ, সেখানে পুলিশের সামনে লিখিয়ে নেওয়া হয়  ১৫ মার্চের মধ্যে কিস্তির টাকা তাঁরা পরিশোধ করবেন। এমনই মুচলেকা দেওয়ার পর ছাড়া হয় সেই বৃদ্ধাকে। কিন্তু এই ঘটনায় যারা এই অসুস্থ বৃদ্ধাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন, তাঁদের কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ। গড়িয়া শাখার সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে নারাজ ৷  লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাসিক কিস্তি দিতে ব্যর্থ! অসুস্থ বৃদ্ধার সঙ্গে যা করল ব্যাঙ্ক... অভিযোগ শুনলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল