TRENDING:

North 24 Parganas News: হাবড়া নাকি দার্জিলিং? কুয়াশায় ঢাকা চারপাশ! বাণীপুর মেলায় বাড়তি মাত্রা জোগাল শীত

Last Updated:

শৈল শহরের মত আবহাওয়ায় মাতল বাণীপুর লোক উৎসব। মেলা চুটিয়ে উপভোগ করলেন মানুষজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: শৈল শহরের মতো হঠাৎ কুয়াশার চাদরে ঢাকল হাবড়ার বাণীপুর মেলা চত্বর। ঘড়ির কাঁটায় রাত আটটার পর আচমকা বাণীপুর লোক উৎসব মেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। আর তাতেই কেউ বললেন দার্জিলিং, কেউ গ্যাংটক, কেউ আবার ভূস্বর্গের সঙ্গে করলেন তুলনা। এদিন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাণীপুর লোক উৎসব মেলা চত্বরে এই আবহাওয়া যেন দ্বিগুণ বাড়িয়ে দিল মেলার আনন্দ।
advertisement

মেলায় আসা মানুষজন মুহূর্তেই যেন পৌঁছে গেলেন দার্জিলিংয়ের মতো কোনও শৈল শহরে। পাহাড় না থাকলেও, সমতলেই কুয়াশায় ঘেরা মেলা চত্বরে পাহাড়ের মজা উপভোগ করলেন মানুষজন। বিকেলের পর থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছিল বাণীপুর মেলা চত্বরে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মাত্র কিছু সময়ের মধ্যেই গোটা মেলা চত্বর ঢেকে যায় ঘন কুয়াশায়। যেখানে কয়েক ফুট দূরত্বের দৃশ্যমানতাও প্রায় হারিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: ছেঁটে ফেলা হয় ‘শোলের’ এই ’সিন’! ৪৯ বছর পর সামনে এল সেই দৃশ‍্য, কেন চলে সেন্সর বোর্ডের কাঁচি? দেখলে ঘুম উড়ে যাবে

আর এই আবহাওয়া দেখেই মেলায় আসা মানুষজন সেলফি থেকে গ্রুপ ফটো ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন। সকলেই যেন তখন কুয়াশার এমন আবহাওয়া চুটিয়ে উপভোগ করতে ব্যস্ত। রাত যত গড়িয়েছে ততই মানুষকে উপভোগ করতে দেখা গিয়েছে মেলার এমন আবহাওয়া। দীর্ঘ বছর ধরে হয়ে আসা এই মেলায় এমন আবহাওয়ার সম্মুখীন হননি বলেও জানালেন মেলায় আসা মানুষজন।

advertisement

View More

আরও পড়ুন: স্নানের জলে লাগতে পারে বিদ‍্যুতের ঝটকা? বোমার মতো ফাটবে গিজার, খুব সাবধান! চালাতে গিয়ে এই ক’টি ভুল কখনও নয়

অতীতে এই মেলা ফেব্রুয়ারি মাসে হলেও গত কয়েক বছর ধরে মেলা জানুয়ারি মাসে নিয়ে আসা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কুয়াশার চাদরে ঢাকা বাণীপুর মেলা যেন আরও মনোরম হয়ে উঠেছে জেলার মানুষের কাছে। দূর দূরান্ত থেকেও মানুষজন এদিন এসেছিলেন বাণীপুর মেলায়। কেনাকাটার পাশাপাশি খাওয়া-দাওয়া সবই চলল এক অন্য রকম আনন্দে। ঘন কুয়াশার কারণে মেলার ভিড় কিছুটা কম হলেও, অনেককেই দেখা যায় এই পাহাড়ের মত কুয়াশা ঘেরা আবহাওয়াকে চুটিয়ে উপভোগ করতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হাবড়া নাকি দার্জিলিং? কুয়াশায় ঢাকা চারপাশ! বাণীপুর মেলায় বাড়তি মাত্রা জোগাল শীত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল