মেলায় আসা মানুষজন মুহূর্তেই যেন পৌঁছে গেলেন দার্জিলিংয়ের মতো কোনও শৈল শহরে। পাহাড় না থাকলেও, সমতলেই কুয়াশায় ঘেরা মেলা চত্বরে পাহাড়ের মজা উপভোগ করলেন মানুষজন। বিকেলের পর থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছিল বাণীপুর মেলা চত্বরে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মাত্র কিছু সময়ের মধ্যেই গোটা মেলা চত্বর ঢেকে যায় ঘন কুয়াশায়। যেখানে কয়েক ফুট দূরত্বের দৃশ্যমানতাও প্রায় হারিয়ে যায়।
advertisement
আর এই আবহাওয়া দেখেই মেলায় আসা মানুষজন সেলফি থেকে গ্রুপ ফটো ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন। সকলেই যেন তখন কুয়াশার এমন আবহাওয়া চুটিয়ে উপভোগ করতে ব্যস্ত। রাত যত গড়িয়েছে ততই মানুষকে উপভোগ করতে দেখা গিয়েছে মেলার এমন আবহাওয়া। দীর্ঘ বছর ধরে হয়ে আসা এই মেলায় এমন আবহাওয়ার সম্মুখীন হননি বলেও জানালেন মেলায় আসা মানুষজন।
অতীতে এই মেলা ফেব্রুয়ারি মাসে হলেও গত কয়েক বছর ধরে মেলা জানুয়ারি মাসে নিয়ে আসা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কুয়াশার চাদরে ঢাকা বাণীপুর মেলা যেন আরও মনোরম হয়ে উঠেছে জেলার মানুষের কাছে। দূর দূরান্ত থেকেও মানুষজন এদিন এসেছিলেন বাণীপুর মেলায়। কেনাকাটার পাশাপাশি খাওয়া-দাওয়া সবই চলল এক অন্য রকম আনন্দে। ঘন কুয়াশার কারণে মেলার ভিড় কিছুটা কম হলেও, অনেককেই দেখা যায় এই পাহাড়ের মত কুয়াশা ঘেরা আবহাওয়াকে চুটিয়ে উপভোগ করতে।
Rudra Narayan Roy