TRENDING:

Bangla Video: ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত করতে বিশেষ প্রদর্শনী

Last Updated:

Bangla Video: পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‌এই প্রদশর্নীর থিম 'কারার ঐ লৌহ কপাট'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: প্রায় ৭৮ বছর আগে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। ‌১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন আমাদের দেশের মানুষ। ইতিহাসের সেই সমস্ত সোনালী দিনের কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই জানেন না। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়েও তারা স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সেভাবে অবগত নয়। আর তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাধীনতা আন্দোলনের বিষয়ক বিস্তৃতপ্রায় মূল্যবান তথ্য গল্পের আকারে তুলে ধরেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।‌
advertisement

আরও পড়ুনঃ নিরাপত্তা নিশ্চিত করতে সব সরকারি হাসপাতালে এবার থেকে নোডাল অফিসার

সদর শহর পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‌এই প্রদশর্নীর থিম ‘কারার ঐ লৌহ কপাট’। এই থিম পড়ুয়াদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল দশটা থেকে স্কুল ছুটি হওয়া পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। এই প্রদর্শনীতে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়ে পুরুলিয়ার তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, এই থিমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ‌ আমরা এখন স্কুলগুলোতে এই প্রদর্শনী করছি। আগামী দিনের বিভিন্ন কলেজ ও আইটিআই সংস্থাগুলিতেও এই প্রদর্শনী করা হবে।

advertisement

এই বিষয়ে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কল্যান প্রসাদ মাহাত বলেন , ইতিহাসের পাঠ্য বইতে ছাত্র-ছাত্রীরা যা কিছু পড়ে তার উপলব্ধি তারা অনেক ক্ষেত্রেই করতে পারে না। কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সমস্ত তথ্য ছবির আকারে দেখতে পাচ্ছে। তাই তাদের উপলব্ধিও অনেকখানি বেশি হচ্ছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত করতে বিশেষ প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল