আরও পড়ুনঃ নিরাপত্তা নিশ্চিত করতে সব সরকারি হাসপাতালে এবার থেকে নোডাল অফিসার
সদর শহর পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদশর্নীর থিম ‘কারার ঐ লৌহ কপাট’। এই থিম পড়ুয়াদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল দশটা থেকে স্কুল ছুটি হওয়া পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। এই প্রদর্শনীতে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়ে পুরুলিয়ার তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, এই থিমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখন স্কুলগুলোতে এই প্রদর্শনী করছি। আগামী দিনের বিভিন্ন কলেজ ও আইটিআই সংস্থাগুলিতেও এই প্রদর্শনী করা হবে।
advertisement
এই বিষয়ে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কল্যান প্রসাদ মাহাত বলেন , ইতিহাসের পাঠ্য বইতে ছাত্র-ছাত্রীরা যা কিছু পড়ে তার উপলব্ধি তারা অনেক ক্ষেত্রেই করতে পারে না। কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সমস্ত তথ্য ছবির আকারে দেখতে পাচ্ছে। তাই তাদের উপলব্ধিও অনেকখানি বেশি হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি





