উল্লেখ্য আরজি কর কাণ্ডের পর অনেকেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে রাত করে কাজ থেকে যে সমস্ত মেয়েরা বাড়ি ফেরেন তাঁরা নিরাপত্তা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন। সেইসব মহিলাদের আত্মবিশ্বাস, সাহস জোগাবে পুলিশের এই শক্তি বাহিনী। যারা কাজ করবেন জেলার বিভিন্ন প্রান্তে। প্রত্যেক এসিপি’র এলাকা ভিত্তিক হিসেবে এই শক্তি বাহিনী তৈরি করা হয়েছে বলে খবর।
advertisement
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের, বিশ্বভারতীর ছাত্রীদের সুরক্ষায় জোর
দেখা গিয়েছে, দুর্গাপুর শহরের বিভিন্ন জনবহুল জায়গাগুলিতে শক্তি বাহিনীর সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন ডিসিপি অভিষেক গুপ্তা। ছিলেন মহিলা পুলিশ কর্মীরা। তাঁরা সকলেই বিভিন্ন মহিলার সঙ্গে কথা বলেছেন। রাস্তাঘাটে বেরিয়ে কারও কোনও সমস্যা হয় কিনা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছেন। তাছাড়াও বিপদে পড়লে কী করতে হবে, সে বিষয়ে জানিয়েছেন পুলিশকর্মীরা।
অন্যদিকে কর্মরত এক মহিলা বলেন, কখনও কখনও বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। এমন অবস্থায় দু-একবার রাস্তায় বিরূপ পরিস্থিতির সামনাসামনি হতে হয়েছে। তখন কিছুটা অসুরক্ষিত মনে হয়েছে। আগামী দিনে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় সেটা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।
নয়ন ঘোষ





