TRENDING:

Bangla Video: মাত্র ১৫ দিন সময়, হঠাৎ রেলের নোটাশে ঘুম উড়ল হকারদের

Last Updated:

Bangla Video: তাঁরা ভেবেছিলেন রেল পুনর্বাসন দিয়ে তারপরই উচ্ছেদ করবে। কিন্তু হঠাৎ করে মাত্র ১৫ দিনের নোটিশে উঠে যেতে বলায় কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন এখানকার হকাররা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দুশ্চিন্তায় ঘুম উড়েছে শান্তিপুর রেলস্টেশনের দোকানদার ও হকারদের। স্টেশন সংলগ্ন জায়গায় ৪০-৫০ বছর ধরে দোকান চালানো পরিবারের রাতারাতি পথে এসে বসার জোগাড় হয়েছে। আর এই সব কিছু হয়েছে রেল দফতরের একটি নোটিশকে ঘিরে। মাত্র ১৫ দিনের মধ্যে সবকিছু ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল।
advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষিত অমৃত মহোৎসব প্রকল্পে রেল স্টেশন এবং সংলগ্ন এলাকার ব্যাপক উন্নতি সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় আছে শান্তিপুর স্টেশনের নাম‌ও। তার জন্যই শান্তিপুর স্টেশন থেকে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল। বিষয়টি সম্বন্ধে হকাররাও অবহিত ছিলেন। কিন্তু তাঁরা ভেবেছিলেন রেল পুনর্বাসন দিয়ে তারপরই উচ্ছেদ করবে। কিন্তু হঠাৎ করে মাত্র ১৫ দিনের নোটিশে উঠে যেতে বলায় কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন এখানকার হকাররা। বুঝে পাচ্ছেন না এরপর কী করবেন।

advertisement

আরও পড়ুন: মাছ উৎপাদনে রাজ্যে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, কপাল খুলেছে মৎস্যজীবীদের

সামনেই বিশ্বকর্মা, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী ও রাস, সব মিলিয়ে উৎসবের মরশুম শুরু হল বলে। এই একের পর এক পুজো ও উৎসবে শান্তিপুর স্টেশনে মানুষের ভিড় উপচে পড়ে। ফলে এই সময় হকারদের দুটো পয়সা রোজগার হয়। কিন্তু সেই তার আগেই উঠে যেতে বলায় কীভাবে সংসার চলবে তা নিয়ে চাপে পড়ে গিয়েছেন হকার ও তাঁদের পরিবার। এই পরিস্থিতিতে রেলের কাছে আর‌ও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করবেন বলে ঠিক করেছেন হকাররা। পাশাপাশি তাঁরা জনপ্রতিনিধিদেরও বিষয়টি জানিয়েছেন। কিন্তু এতে কতটা কাজ হবে তা নিয়ে সন্দিগ্ধ সকলেই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: মাত্র ১৫ দিন সময়, হঠাৎ রেলের নোটাশে ঘুম উড়ল হকারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল