জয়নগর-কুলতলি রোডের জয়নগর-মজিলপুরের বুড়োর ঘাটে একটি কালভার্ট দীর্ঘদিন যাবত ভগ্ন অবস্থায় ছিল। ওই কালভার্টের উপর দিয়ে বিপজ্জনক অবস্থায় প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করছিল। দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ওই কালভার্ট সংস্কারের কথা পিডব্লিউডি-কে জানালে অবশেষে কালভার্টটি ভেঙে দেয় তারা। এই ঘটনায় সমস্যায় পড়েন গাড়িচালক থেকে নিত্যযাত্রীরা। তাঁরা জানান, কালভার্টি ভাঙার আগে বিকল্প রাস্তা করে দেওয়া উচিত ছিল। এই বিকল্প রাস্তা ইস্যুতে সরব হয়েছে এসইউসি।
advertisement
আরও পড়ুন: নদী পেরোতে আর অসুবিধায় পড়তে হবে না পাথরপ্রতিমা বাসিন্দাদের
তাঁদের দাবি, স্থানীয় প্রশাসন এবং পিডব্লিউডি কাউকে না জানিয়েই এই কালভার্টটি ভেঙে ফেলায় সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। তাই অবিলম্বে বিকল্প রাস্তা দাবি জানানো হয়েছে। যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন জয়নগর-মজিলপুর পুরসভার উপ-পুরপ্রধান। তিনি বলেন, ভগ্নদশায় বিপজ্জনক অবস্থায় এই কালভার্টের উপর দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করছিল। তাই স্থানীয় বিধায়ক, পুলিশ প্রশাসন এবং পুরসভা ও পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে দফায় দফায় বৈঠক করে ওই কালভার্টটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত সমস্ত বাস, ট্রেকার, অটো, টোটো ইউনিয়নকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। পাশাপাশি দ্রুত বিকল্প রাস্তার কাজ শেষ হবে বলেও জানান।
সুমন সাহা