TRENDING:

Bangla News: ভারত-বাংলাদেশ বর্ডারে বসে এক অন্তঃসত্ত্বা মহিলা, সঙ্গে দুই বাচ্চা! এখানে বসে কেন? যা জবাব মিলল, শুনে চোখে জল চলে আসবে

Last Updated:

Bangla News: ভারত-বাংলাদেশ সীমান্তে দুই সন্তানকে নিয়েই রাত কাটল অন্তসত্ত্বা মায়ের, ফেলে পালাল পরিবার। কারণ শুনলে চোখে জল আসবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পেট্রাপোল, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: স্বামীর হাত ধরে ভারতে এসে যে এমন বিপত্তির সম্মুখীন হতে হবে তা যেন কল্পনাও করতে পারেননি তাঁর স্ত্রী। নিজে অন্তঃসত্তা, সঙ্গে দুই সন্তান নিয়েই গোটা রাত পেট্রাপোল সীমান্তের বন্ধ চায়ের দোকানের সামনেই কাটাতে হল রাত।
সীমান্তে অসহায় মা
সীমান্তে অসহায় মা
advertisement

পরিবারের সদস্যরা ফেলে পালালেন বৌমা-সহ নাতি নাতনিদের! দিনরাত এভাবে কাটানোর পর অবশেষে পুলিশ আটক করল তাঁদের। দুই শিশুকে বুকে আগলে এক অন্তঃসত্ত্বা বাংলাদেশের মহিলাকে এভাবে দেখে রীতিমতো অবাক হয়ে যান সীমান্ত এলাকার কর্মরত আধিকারিকরা থেকে স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, বাপের বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে কাকা শ্বশুর তাঁদেরকে সীমান্তে ফেলে রেখে চুপিসারে পালিয়ে যান।

advertisement

আরও পড়ুন: জন্মদিনের রিটার্ন গিফট, এবার নরেন্দ্র মোদির জন্মদিনে সবচেয়ে বড় চমক কী জানেন! সাড়া ফেলবে গোটা বিশ্বে

অন্তঃসত্ত্বা ওই মহিলার নাম ফাহিমা আক্তার। তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ছয় বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে দম্পতি বাংলাদেশেই থাকতেন। গত প্রায় নয় মাস আগে স্বামীর সঙ্গে ভারতে চলে আসেন ফাহিমা। ক্যানিং এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা।

advertisement

View More

অভিযোগ, ভারতে আসার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে। এরপর ফাহিমাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কাকা শ্বশুর চাঁদ শেখ তাঁকে নিয়ে আসে পেট্রাপোলে সীমান্তে।

আরও পড়ুন: বাঁচতে চাইলে এখনই ঘর থেকে এই ৩ জিনিস ছুড়ে ফেলুন, চিকিৎসকের দাবি জানলে শিউরে উঠবেন! আপনি কি এই কাজগুলি করেন?

advertisement

সঙ্গে ছিল তাঁর চার বছরের ও দু’বছরের দুই পুত্র সন্তান। কিন্তু সীমান্ত সংলগ্ন একটি হোটেলে খাওয়ানোর পর ফল আনার নাম করে চাঁদ শেখ চুপিসারে পালিয়ে যান। এরপর থেকে আর কোনও খোঁজ মেলেনি তাঁর। শ্বশুরবাড়ির লোকদের ফোনেও যোগাযোগ করা যায়নি। ফলে সকাল থেকে রাত পর্যন্ত দুই সন্তানকে নিয়ে পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটের কাছে একটি বন্ধ চায়ের দোকানের সামনেই বসে থাকতে দেখা যায় ফহিমা-সহ ওই শিশুদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

অবশেষে এদিন বিষয়টি জানার পর পুলিশ ওই মহিলাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে অন্তঃসত্ত্বা ওই বাংলাদেশি মহিলাকে। প্রশ্ন উঠছে, অসহায় এক অন্তঃসত্ত্বা মহিলা ও দুই ছোট শিশুকে এভাবে সীমান্তে ফেলে পালিয়ে যাওয়া কেন?

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভারত-বাংলাদেশ বর্ডারে বসে এক অন্তঃসত্ত্বা মহিলা, সঙ্গে দুই বাচ্চা! এখানে বসে কেন? যা জবাব মিলল, শুনে চোখে জল চলে আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল