স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ন’টা থেকে দশটার মধ্যে এক ছাত্রী পড়াশোনা করে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল শান্তিনগর এ কে রোড ধরে। সেখানেই তার বন্ধুর বাড়ি। সেই সময় পিছন দিক থেকে এক যুবক তার উপর রাসায়নিক জাতীয় কোনও তরল পদার্থ ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় এক যুবক ওই দুষ্কৃতীকে কিছুটা ধাওয়া করেও তাকে ধরতে পারেনি। রাসায়নিক তার চুলে গিয়ে লাগে।
advertisement
চুলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত ছাত্রী স্থানীয় মানুষজনের সহযোগিতায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চিকিৎসকেরা ছেড়ে দেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই ধরনের ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখছে। সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। তবে ছাত্রীর উপর এই ধরনের রাসায়নিক হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন।
আরও পড়ুন: আপনি কি বাথরুমে ফোন নিয়ে যান? অজান্তের শরীরে ঢুকছে মারণরোগ! বড় বিপদ থেকে বাঁচতে সাবধান
তাঁরা অবিলম্বে দোষীকে চিহ্নিত এবং গ্রেফতার করার দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ মনে করছে তরুণীর গায়ে যে তরল রাসায়নিকটি ছুড়ে মারা হয়েছে তা মূলত পোড়া মোবিল! কিন্তু কেন এই আক্রমণ ঘটানো হল তা খতিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ওই এলাকাতেই কয়েক বছর আগে এই ধরনের মহিলাদের উপর রাসায়নিক আক্রমণ একাধিকবার ঘটেছে। স্থানীয় মানুষজন জানান ওই এলাকায় কিছু নেশাগ্রস্ত যুবকের আনাগোনা রয়েছে।
রাহী হালদার