TRENDING:

Bangla News: 'বউকে মে*রে ফেলেছি', মায়ের কাছে এসে স্বীকারোক্তি ছেলের! কারণ শুনে শিউরে উঠল প্রতিবেশীরা

Last Updated:

Bangla News: একাধিকবার মৌমিতা নস্কর নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি (AI)
প্রতীকী ছবি (AI)
advertisement

কল্যাণ মণ্ডল, ঘটকপুকুর: নিজের স্ত্রীকে খুন করে মায়ের কাছে স্বীকারোক্তি ছেলের। যদিও দাবি করে, ভালবাসাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল সেকিন্তু সেই ভালবাসাই বারবার ধোঁকা দিচ্ছিল বলে নিজের স্ত্রীকে খুন করে দেবাশীষ নস্কর নামে ওই যুবক। বৃহস্পতিবার রাতে স্ত্রীর মৌমিতার সঙ্গে দেবাশিস নস্করের তুমুল বচসা হয়। রাস্তার উপরই দেবাশিসকে একাধিকবার মারধর করে মৌমিতা। বারে বারে অপমান সহ্য করতে না পেরেই খুন করেছে বলে মাকে জানায় দেবাশিস

advertisement

এর আগেও একাধিকবার মৌমিতা নস্কর নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে বলে অভিযোগ। এই নিয়ে থানায় মীমাংসা হয়েছিল। সে সময় মৌমিতাকে তার বাপের বাড়ির সদস্যরা নিয়ে গিয়েছিল। দু সপ্তাহ আগে নিজের মেয়ের কথা ভেবে দেবাশিস ঘুটিয়ারি শরিফে গিয়ে মৌমিতাকে নিজের বাড়িতে আনে। বাড়িতে এসেও পুনরায় একই ঘটনা ঘটাচ্ছিল মৌমিতা

advertisement

নিজের সম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে ঘটকপুকুর খালপাড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল দেবাশিস। সেখানেও বারে বারে অপমানিত হওয়ার কারণেই মৌমিতাকে খুন করেছে বলে জানায় তার মাকে। দেবাশিসবাবুর মা তা জানতে পেরে প্রতিবেশীদের জানায় এবং পরে খবর পেয়ে পুলিশ ঘটকপুকুর খাল থেকে উদ্ধার করে মৌমিতা নস্করের মৃতদেহ। এই ঘটনায় দেবাশিসকে গ্রেফতার করে বারুইপুর মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কু-ঝিকঝিক...! 'গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস' ট্রেনে ক্লাস,খুশিতে ডগমগ পড়ুয়াদের উপচে পড়া ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'বউকে মে*রে ফেলেছি', মায়ের কাছে এসে স্বীকারোক্তি ছেলের! কারণ শুনে শিউরে উঠল প্রতিবেশীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল