অনেকেই নিত্যনতুন ডিজাইনের শাড়ি বুনে আধুনিকতা আনার চেষ্টা করেন, তবে জগবন্ধু দালালের ভাবনা একেবারে আলাদা। তিনি শাড়ির নকশার মধ্যেই ফুটিয়ে তুলেছেন বাংলার দুই কিংবদন্তি – সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরিজিৎ সিং-কে।
advertisement
জগবন্ধু দালাল জানিয়েছেন, “তাঁত শিল্প থেকে মানুষ অনেকটা মুখ সরিয়ে নিয়েছেন। তাই এই শিল্পকে আরও উন্নত করে তোলার জন্য আমার এই চিন্তাভাবনা। এছাড়াও এই জিনিস আমি দু’জনকেই উপহার দিতে চাই, যদি সুযোগ মেলে। আমি বহুবছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছি। শাড়ি তৈরিতে আমার সময় লেগেছে চার মাস এবং ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এক মাস।”
পূর্ব বর্ধমানের ঘোড়ানাশ গ্রামের বাসিন্দা জগবন্ধু ছোটবেলা থেকেই জড়িত রয়েছেন তাঁতের কাজে। সেই অভিজ্ঞতার নির্যাস নিয়েই তিনি তৈরি করেছেন এক অনন্য তাঁতের শাড়ি, যার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশাল ছবি, তাঁর খেলা ক্রিকেট ম্যাচের তারিখ, রান সংখ্যা, মোট ম্যাচ– সবই নিপুণভাবে বুনে দেওয়া হয়েছে।
শাড়িটির মাধ্যমে যেন সৌরভের ক্রীড়াজীবনের এক সম্পূর্ণ কাহিনী উঠে এসেছে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের কাপড়ে। শুধু শাড়িই নয়, পাশাপাশি জগবন্ধু তৈরি করেছেন এক আকর্ষণীয় ওয়াল হ্যাঙ্গিং, যার মাঝে রয়েছে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের ছবি এবং তাঁর গাওয়া বহু জনপ্রিয় গানের নাম। আবেগের সঙ্গে জড়িয়ে থাকা অরিজিৎ-এর স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে এই শিল্পকর্মে। এই অভিনব সৃষ্টির পিছনে রয়েছেন জগবন্ধুর স্ত্রী প্রতিমা দালালও। তিনি এই বিষয়ে বলেন, “আমার স্বামী অনেক পরিশ্রম করেছে। রাত জেগে কাজ করেছে। আমিও বাড়ির কাজ সামলে যতটা পেরেছি সাহায্য করেছি।”
শাড়িটি তৈরিতে খরচ পড়েছে প্রায় ৫০-৬০ হাজার টাকা, আর ওয়াল হ্যাঙ্গিং তৈরিতে লেগেছে ২০ হাজার টাকা। সবটাই হয়েছে ব্যক্তিগত খরচে এবং নিজের কাজ সামলানোর পরে। জগবন্ধু এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সংবলিত শাড়ি তৈরি করেছেন। তবে সৌরভ ও অরিজিৎ সিং-কে উৎসর্গ করে তৈরি এই শাড়ি ও হ্যাঙ্গিং দু’টি তিনি উপহার দিতে চান তাঁদেরই, যদি সুযোগ মেলে। সব মিলিয়ে জগবন্ধু দালালের এই ভাবনা ও শিল্পকর্ম হয়ত পূর্ব বর্ধমানের তাঁতশিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বনোয়ারীলাল চৌধুরী