দিঘা ঘুরতে গিয়ে অধিকাংশ পর্যটকদের বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় সমুদ্রতটে, সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে উপভোগ করতে। এসবের পাশাপাশি দিঘায় ঘুরতে এসে যাতে পর্যটকরা একঘেয়েমি হয়ে না পড়েন তার জন্য নানান বন্দোবস্ত করা হচ্ছে। সেই সকল বন্দোবস্তের মধ্যেই এবার বনদফতরের তরফ থেকে নতুন এক পদক্ষেপ নেওয়া হল।
advertisement
আরও পড়ুনঃ শনিবার থেকে ১ মাস মেট্রো পরিষেবায় বিরাট বদল! নয়া টাইমটেবিল দেখে নিন এক ক্লিকে
দিঘায় বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন ধরনের গাছ-গাছড়া, পাখি, প্রজাপতিদের নিয়ে তৈরি করা হচ্ছে নতুন একটি পার্ক। দিঘার সেই নতুন পার্কের নাম দেওয়া হবে ‘পায়ে পায়ে প্রকৃতি দর্শন’ (Nature trial)। এই পার্কটি তৈরি করা হচ্ছে নিউ দিঘার যাত্রানালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পার্ক খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় অনেক ধরনের পাখি, গাছ রয়েছে যেগুলি বহু মানুষের কাছে অজানা। সেই সকল অজানা পশু পাখি, গাছপালাকে সবার সামনে তুলে ধরার জন্য এই পার্কের ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকবে বিভিন্ন ধরনের পশু-পাখি, সাপ, গাছ পালা, কিছু মডেল। এ ছাড়াও পার্কের আনন্দ উপভোগ করার জন্য সমস্ত রকম বন্দোবস্ত রাখা হচ্ছে।
নতুন এই যে পার্কটি তৈরি করা হচ্ছে সেটি প্রতিদিন সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এই পার্কে প্রবেশের জন্য প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং ছোটদের জন্য ১৫ টাকা টিকিট করা হয়েছে। দিঘায় বেশ কয়েক একর জায়গায় ঝাউবোনের মধ্যে তৈরি করা হয়েছে এই পার্কটি।
Saikat Shee