পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিংলায় স্করপিওতে চড়ে চারজন দুষ্কৃতী এসে জড়ো হয়। পিংলার বিভিন্ন এলাকায় ডাকাতি করাই ছিল তাদের উদ্দেশ্য। যদিও ডাকাতির আগেই তাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয় পুলিশ। ডাকাত দলটি যখন ডাকবাংলো এলাকায় নিজেদের অপারেশনের তোড়জোড় করছে, তখনই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ।
আরও পড়ুন: রেশনে কত কোটির দুর্নীতি হয়েছে বাংলায়? ইডির দাবি যা, শুনলে চমকে ওঠা ছাড়া উপায় থাকবে না
advertisement
দুঃসাহসিক অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় পিংলা থানার পুলিশ। ইতিমধ্যেই তাদের আদালতে তোলা হয়েছে। বিচারক সবাইকে পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। আজ থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও।
আরও পড়ুন: ‘সমস্যা হচ্ছে’, দলের নেতাকে নিয়েই এ কী মন্তব্য দিলীপ ঘোষের! নিশানা করলেন কোন নেতাকে?
জানা গিয়েছে, ডাকাতি করার যাবতীয় সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্র বিভিন্ন জায়গায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিশের। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ। অপরদিকে এই সাফল্যের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। অভিযুক্তদের তিন জনের বাড়ি পাঁশকুড়ায়। একজনের বাড়ি ডেবরায়।