TRENDING:

Bangla News: স্করপিও গাড়ির ভিতরে ওরা কী করছে! ঘিরে ধরল পুলিশ, তারপর ঘটল সেই ঘটনা, অবাক পিংলা

Last Updated:

Bangla News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিংলায় স্করপিওতে চড়ে চারজন দুষ্কৃতী এসে জড়ো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা: পিংলা পুলিশের অভিযানে বড় সাফল্য। দুঃসাহসিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে। উদ্ধার অস্ত্রশস্ত্র, স্করপিও গাড়ি। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিংলায় স্করপিওতে চড়ে চারজন দুষ্কৃতী এসে জড়ো হয়। পিংলার বিভিন্ন এলাকায় ডাকাতি করাই ছিল তাদের উদ্দেশ্য। যদিও ডাকাতির আগেই তাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয় পুলিশ। ডাকাত দলটি যখন ডাকবাংলো এলাকায় নিজেদের অপারেশনের তোড়জোড় করছে, তখনই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ।

আরও পড়ুন: রেশনে কত কোটির দুর্নীতি হয়েছে বাংলায়? ইডির দাবি যা, শুনলে চমকে ওঠা ছাড়া উপায় থাকবে না

advertisement

দুঃসাহসিক অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় পিংলা থানার পুলিশ। ইতিমধ্যেই তাদের আদালতে তোলা হয়েছে। বিচারক সবাইকে পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। আজ থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও।

আরও পড়ুন: ‘সমস্যা হচ্ছে’, দলের নেতাকে নিয়েই এ কী মন্তব্য দিলীপ ঘোষের! নিশানা করলেন কোন নেতাকে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, ডাকাতি করার যাবতীয় সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্র বিভিন্ন জায়গায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিশের। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ। অপরদিকে এই সাফল্যের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। অভিযুক্তদের তিন জনের বাড়ি পাঁশকুড়ায়। একজনের বাড়ি ডেবরায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: স্করপিও গাড়ির ভিতরে ওরা কী করছে! ঘিরে ধরল পুলিশ, তারপর ঘটল সেই ঘটনা, অবাক পিংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল