আরও পড়ুনঃ ইলেকট্রিক বিল থেকে গাড়ির তেলের সবকিছুর খরচ শূন্য! কীভাবে? জানুন
দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর ভাঙনখালির বাসিন্দা আলামিন মোল্লা অন্যান্য দিনের মতোই মাতলা নদীতে জাল পেতে ছিলেন মাছ ধরার জন্য। গভীর রাতে যখন তিনি জাল তুলতে যান তখনই দেখতে পান জালে একটি কুমির উঠেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী ।
advertisement
জাল ঝাড়ার সময় কুমিরটি নৌকার ভেতরে ঢুকে যায়। ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে কুমিরটিকে নৌকা থেকে উদ্ধার করেন ওই মৎসজীবী । এই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এরপরেই শিমুলতলা পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁরাই ঝড়খালি বনদফতরের অফিসে খবর দেয়।
বনদফতরের লোকজন তড়িঘড়ি ভাঙনখালিতে হাজির হয়। কুমিরটি উদ্ধার করে ঝড়খালি বনদফতরে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে যে, মৎস্যজীবীদের জালে যে কুমিরটি ধরা পড়েছিল সেটি ৬ ফুট লম্বা স্ত্রী কুমির। তার শারীরিক পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় কুমিরটিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
সুমন সাহা