আরও পড়ুনঃ রানাঘাট, পুরুলিয়ার পর এবার খড়গপুর! সকাল-সকাল সোনার দোকানে রোমহর্ষক ডাকাতি, চলল গুলি, ভোজালির কোপ
বন দফতরের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে নিজেরা বাড়িতেই মৌমাছি পালন করে তার মাধ্যমে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের যুবকরা। তবে শুধুমাত্র মৌমাছি চাষ নয়। বাগানে মৌমাছি চাষ করে তা সরাসরি টাকির পর্যটকদের কাছে বিক্রি করেন। পর্যটকদের কাছে বিক্রির পাশাপাশি অনলাইনেও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মধু বিক্রি করছেন।
advertisement
টাকি থেকে গোলাপাতা জঙ্গলের দিকে যেতে গিয়ে বিসর্জন সিনেমার শুটিং স্পটের বাগানে গেলে চোখে পড়বে সারি সারি বক্স আর তাতে বেশ কয়েকটি ফ্রেমে লাখ লাখ মৌমাছি৷ আছে একটি দরজাও, যেখান থেকে সকালে সূর্য উঠলেই শ্রমিক মৌমাছি বেরিয়ে পড়ে ফুলের থেকে মধু সংগ্রহ করতে৷ প্রতিটা বক্সে একটি রানি মৌমাছি আর কয়েকটা পুরুষ মৌমাছি থাকে৷ বাদ বাকি সব শ্রমিক মৌমাছি। নিজের মতো বক্সের দরজা দিয়ে বেরিয়ে যায় তারা৷ আবার সূর্য ডোবার আগে প্রত্যেকে ফিরে আসে নিজের বাসস্থানে অর্থাৎ বক্সে। এই মৌমাছি পালনের মাধ্যমে সরাসরি মধু বিক্রি করে কর্মসংস্থান দিশা দেখছেন টাকির যুবকরা।
জুলফিকার মোল্যা