আরও পড়ুনঃ চাকরি নেই, গান গেয়েই চলছে সংসার! এক সময় অবহেলিত যুবক আজ সকলের চোখের মণি
তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এসে দেখেন যে মিড ডে মিল-এর ঘর এবং অফিস ঘর-সহ একাধিক শ্রেণিকক্ষের দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। মিড ডে মিলের ঘর থেকে কিছু মুদিখানার দ্রব্যসামগ্রী চুরির পাশাপাশি অফিস ঘর থেকে আলমারির তালা ভেঙে কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে বলে জানান স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা। মেমারি থানায় বিষয়টি ফোনে জানালে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
advertisement
পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বা যারা এই অপকর্ম করেছে তারা এই অপকর্ম করতে এসে এমনকী বিদ্যালয়ে চা তৈরি করে খেয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন যে এই বিদ্যালয়ের চত্বরে কিছু সমাজবিরোধী রাতের অন্ধকারে বিভিন্ন অপকর্ম করে এবং রাতের অন্ধকার নামলেই সমাজবিরোধীদের আড্ডা হয়ে দাঁড়ায় এই বিদ্যালয়ের প্রাঙ্গণ। তাই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা এবং বিদ্যালয়ে প্রাঙ্গণে লাইট লাগানোর দাবিও তোলেন স্থানীয়রা।
বিদ্যালয় একাধিক মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও শুধুমাত্র গুরুত্বপূর্ণ নথি চুরি যাওয়ায়, বিষয়টি আলাদা নজরেই দেখছে স্থানীয়দের পাশাপাশি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাও। পাশাপাশি আলিপুর ইউনাইটেড নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পাশেই রয়েছে দেবীপুর স্টেশন হাই স্কুল, এদিন সেই হাইস্কুলের প্রধান শিক্ষকের ঘরসহ একাধিক ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখা যায়।
হাই স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে যে সিসিটিভি ক্যামেরা ছিল তার স্টোরেজ ডিভাইস-সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ঠিক থাকলেও। আলমারি ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে। ঘটনার খবর পেয়েই মেমারি থানার পুলিশ দেবীপুর হাই স্কুলে আসে এবং চুরির বিষয়টি খতিয়ে দেখেন,একই সঙ্গে পরপর পাশাপাশি দুটি বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা এবং দুটি চুরির ঘটনাতেই কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি যাওয়ায় এই ঘটনা কি উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।